সব কুছ টুটা হি রহ গয়া! সোশ্যাল মিডিয়া পোস্টে হাল ছাড়ার ইঙ্গিত ভিনেশের

সব কুছ টুটা হি রহ গয়া! সোশ্যাল মিডিয়া পোস্টে হাল ছাড়ার ইঙ্গিত ভিনেশের

বৃহস্পতিবার যখন স্বাধীনতা দিবসের উৎসবে মেতে গোটা দেশ, তখন সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্টে নিজের হতাশা প্রকাশ করলেন ভিনেশ ফোগট। বুঝে নিতে অসুবিধা হয় না যে, কেন এমন খুশির দিনেও ভেঙে পড়েছেন তারকা কুস্তিগির।

প্যারিস অলিম্পিক্সে মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে ইতিহাস গড়েন ভিনেশ ফোগট। কেননা তাঁর আগে ভারতের আর কোনও মহিলা কুস্তিগির অলিম্পিক্সের ফাইনালে উঠতে পারেননি। ফাইনালে হারলেও অন্ততপক্ষে রুপোর পদক নিয়ে দেশে ফিরতেন তিনি।

তবে ফাইনালের দিন সকালে নিয়ম মতো ওজন যাচাই করার সময় ভিনেশ বিপাকে পড়েন। তাঁর ওজন ছিল ৫০ কেজির সামান্য বেশি। ১০০ গ্রাম ওজনের হেরফেরেই তাঁকে ইভেন্ট থেকে বাতিল করা হয়। যেহেতু ইভেন্টের প্রথম দিনে ভিনেশের ওজন যথাযথ ছিল, তাই ভারতীয় তারকা যুগ্মভাবে রুপোর পদকের দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্ত হন।

বুধবার ভিনেশর সেই মামলার সুনানি হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। এক্ষেত্রে ক্যাস ভারতীয় তারকার রুপোক পদকের দাবি খারিজ করে দেয়। স্বাভাবিকভাবেই প্যারিস অলিম্পিক্সের কুস্তি থেকে ভারতের রুপো জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ভিনেশের সুবিচার পাওয়ার যে আশা টিমটিম করে জ্বলছিল, তা নিভে যায় ক্যাসের রায় সামনে আসার পরেই।

বৃহস্পতিবার ভিনেশ ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে কুস্তির ম্যাটে শুয়ে তাঁকে কাঁদতে দেখা যাচ্ছে। সঙ্গে তিনি ‘Rabba Ve’ গানটিও যোগ করেন যা ব্যক্তিগত দুর্ভাগ্যকেই সামনে তুলে ধরে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশের মামলায় রায়দান বেশ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়। ভিনেশ ইভেন্ট থেকে বাতিল হওয়া মাত্রই গোল্ড মেডেল ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন গ্রহণযোগ্য মনে হয়নি ক্যাসের। পরে ভিনেশ যুগ্মভাবে রুপো পদকের জন্য আবেদন জানান আন্তর্জাতিক ক্রীড়া আদলতে। ক্রীড়াবিদদের এমন ওজনের হেরফের স্বাভাবিক বিষয় বলেই আশাবাদী ছিলেন ফোগট। তবে শেষমেশ তাঁর রুপোর পদকের স্বপ্ন ভেঙে চুরামার হয়ে যায়।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায় ভিনেশের বিপক্ষে যাওয়ায় হতাশা প্রকাশ করেন সর্বভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা। ভারতীয় অলিম্পিক সংস্থা এই বিষয়ে ভিনেশের পাশে রয়েছে বলে জানানো হয়েছে। এই রায় পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পর্যালোচনা করা হবে বলেও জানানো হয় আইওএ-র তরফে। অবশ্য ভিনেশ ফোগট নিজেই আর আশা দেখছেন না বলে স্পষ্ট বোঝা যায় তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্টে।

(Feed Source: hindustantimes.com)