সবুজ পাতার আড়ালে ওটা কী! লুকিয়ে যে ভয়ঙ্কর প্রাণীটি, শুনে শিউরে উঠবেন

সবুজ পাতার আড়ালে ওটা কী!  লুকিয়ে যে ভয়ঙ্কর প্রাণীটি, শুনে শিউরে উঠবেন

সবুজ পাতায় ঘেরা বাড়ি৷ এত সবুজ দেখে গাছের পাতায় হাত ছোঁয়াতে মন করে৷ প্রক-তির সান্নিধ্য পেতে ইচ্ছা হয়৷ কিন্তু সাবধান! হতে পারে এই সবুজ পাতায় হাত ছোঁয়ানোই আপনার কার হয়ে দাঁড়াল৷

আপনার জন্য কোনও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে রয়েছে৷ এই সবুজ পাতার ফাঁকেই লুকিয়ে থাকে সেই ভয় ধরিয়ে দেওয়া প্রাণীটি৷

সাপ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই৷ এই প্রাণীটি যেন আতঙ্ক ও রোমাঞ্চের যৌথ প্রতিমূর্তি৷ যাই হোক, তবে এই প্রাণীটি ঘিরে আগ্রহেরও শেষ নেই৷ কোবরা, চন্দ্রচূড় প্রভৃতি এমনই কিছু ভয়ঙ্কর সাপের নাম আমরা সকলেই জানি৷

এমনই আরও এক সাপ রয়েছে, যার নাম ভাইন স্নেক৷ এর অদ্ভুত সবুজ চেহারার জন্য একে অনেকে গ্রিনভাইন স্নেকও বলে থাকেন৷ ভারতের পশ্চিমঘাট ও উত্তরভারতের বেশ কিছু অংশে এই সাপের প্রাদুর্ভাব অনেক বেশি৷

এই সাপটির চেহারা সরু, লম্বা৷ গায়ের রঙ পাতার মতোই উজ্জ্বল সবুজ বর্ণের৷ এর ফলে সহজেই পাতার ফাঁকে ওরা লুকিয়ে থাকতে পারে৷

ওয়ার্ল্ড লাইফ ফোটোগ্রাফার ইশান শানাভাস সোশ্যালমিডিয়ায় এই ভাইন স্নেকের কিছু ছবি ভাইরাল হয়৷ তিনি ভাইরাল ছবি শেয়ার করে বলেছেন, ‘‘আপনি যদি দূর থেকে তাকান, তা হলে আপনি কিন্তু কিছুই দেখতে পাবেন না৷ মনে হবে যেন অনেক সবুজ পাতা একসঙ্গে রয়েছে৷ কিন্তু যদি জুম করে দেখেন তা হলে বুঝতে পারবেন, এইগুলো পাতার ছদ্মবেশে আসলে সবুজ সাপ৷’’

তাহলে সবুজ উজ্জ্বল পাতা দেখেই কিন্তু স্পর্শ করার চেষ্টা করবেন না৷ কে জানে! সবুজের আড়ালে কী ভয়ঙ্কর সুন্দর কেউ আপনার জন্য অপেক্ষা করছে৷

(Feed Source: news18.com)