
এক ছেলে আর এক মেয়েকে নিয়ে এখন সুখের সংসার বিরাট-অনুষ্কার। দেশ নয়, দ্বিতীয় সন্তান জন্মের আগে থেকে লন্ডনেই রয়েছেন বিরাট-অনুষ্কা। আর এবার ছেলে অকায় আসার পর ছিল প্রথম রাখি-বন্ধন। তাই বিরুষ্কা এটা সেলিব্রেট করবেন না তাও কি হয়! করলেনও তাই।
প্রথমবার ভাই-এর হাতে রাখি বেঁধেছে ছোট্ট দিদি ভামিকা। তবে পরিবর্তে অকায়ও দিদির হাতে রাখি বেঁধেছে। সুন্দর দুটি রাখির ছবি নিজেই ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। যে রাখিগুলির বিশেষত্ব হল সেগুলি উল দিয়ে কুরুশের বোনা দুটি খেলনা গাড়ি। তাতে বোতাম দিয়ে চাকা, চোখ সবই করে দেওয়া হয়েছে। আর সেই গাড়ি থেকে উল দিয়েই ঝুলিয়ে দেওয়া হয়েছে লম্বা সুতো। অর্থাৎ সেগুলি রাখিতে রূপ পেয়েছে। সুন্দর এই দুই রাখির ছবি ইনস্টাস্টোরিতে পোস্ট করে অনুষ্কা লিখেছেন, ‘শুভ রাখি বন্ধন’।
প্রসঙ্গত ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি লন্ডনে জন্ম হয় বিরাট-অনুষ্কার ছেলের। নাম রাখেন অকায়। অন্যদিকে মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ২০২১-এর ১১ জানুয়ারি। বর্তমানে ভামিকার বয়স ৩ বছরের কিছু বেশি। ভাই অকায়-এর থেকে ভামিকা তিন বছর ৪ মাসের বড়।
এর আগে গত ৮ অগস্ট, অনুষ্কা তাঁর ছেলেমেয়েদের জন্য তৈরি বিশেষ ধরনের আইসক্রিমের ছবি শেয়ার করেছিলেন। যেগুলি ক্লাসিক স্ট্রবেরি, দুধ আর বিদেশী ব্লুবেরি-দিয়ে তৈরি বিশেষ আইসক্রিম ছিল।
প্রসঙ্গত, বিরাট-অনুষ্কা অবশ্য নিজের দুই সন্তানকে মিডিয়ার আলো থেকে দূরেই রেখেছেন। সেলেব সন্তানদের মতো নয়, সাধারণভাবেই বড় হোক দুই সন্তান, এমনটাই চান বিরুষ্কা। আর সেকারনেই পাপারাৎজির ক্যামেররা ঝলক থেকে ভামিকা ও অকায়কে করে দূরে রেখেছেন তারকা দম্পতি। এমনকি নিজেরাও কখনও ছেলেমেয়েদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি।
(Feed Source: hindustantimes.com)
