সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছিলেন ভিনেশ ফোগট। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই রাস্তায় হাঁটতেও পারেন তারকা কুস্তিগির। প্যারিস অলিম্পিক্সের ফাইনাল উঠেও কোনও পদক জোটেনি ভিনেশের। রাগে-দুঃখে প্রাথমিকভাবে খেলা ছাড়ার কথা জানিয়েছিলেন ভিনেশ। তবে দেশে ফিরে ইঙ্গিত দিয়েছেন, ফিরলেও ফিরতে পারেন কুস্তির ম্যাটে।
ফাইনালের আগে মোটে ১০০ গ্রাম ওজন বেশি ছিল ভিনেশ ফোগটের। সেই কারণেই প্যারিস অলিম্পিক্সে মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্ট থেকে বাতিল করা হয় ভিনেশকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেও কোনও সুরাহা হয়নি। তবে প্যারিসে ফাইনালে ওঠার আগে যেভাবে একের পর এক মহাতারকাকে ধরাশায়ী করেন ভিনেশ, তাতেই সকলের কুর্নিশ আদায় করে নেন তিনি।
খালি হাতে দেশে ফিরেও তাই পদকজয়ীদের মতোই সংবর্ধনা পান ভিনেশ। বিমানবন্দর থেকে নিজের গ্রাম, সাদরে বরণ করে নেয় তারকা কুস্তিগিরকে। ভিনেশের কেরিয়ার কোন দিকে মোড় নেয়, সেটা জানতে অপেক্ষা করতে হবে নিশ্চিত। কেননা তারকা কুস্তিগির এই নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি। তবে তাঁর ঘনিষ্টমহলের ইঙ্গিত, সক্রিয় রাজনীতিতে দেখা যেতে পারে ভিনেশকে।
এক্ষেত্রেও পারিবারির দঙ্গল দেখা যেতে পারে বলে ইঙ্গিত। ভিনেশ রাজনীতিতে নামলে কোন দলে যোগ দেবেন, সেটা নিশ্চিত নয়। তবে একাধিক রাজনৈতিক দল যে ভিনেশকে নিজেদের জালে তুলতে চেষ্টা চালাচ্ছে, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
ভিনেশের সঙ্গে বিজেপির সম্পর্ক খুব ভালো নয়। অন্যদিকে বোন ববিতা ফোগটের সঙ্গেও ভিনেশের গলাগলি রয়েছে এমনটা বলা যাবে না মোটে। কেননা ভিনেশকে নিয়ে সারা দেশ সহানুভূতির সুরে কথা বললেও মহাবীর ফোগটের অবদানকে ভিনেশ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে স্বীকৃতি না দেওয়ায় চটেন ববিতা। তিনি সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতে ভিনেশের কাজে ক্ষোভ প্রকাশ করেন।
সুতরাং, ভিনেশ রাজনীতিতে নামলে, তাঁকে বোন ববিতা ফোগটের বিরুদ্ধে লড়াই করতে দেখা যেতে পারে। ববিতা খেলা ছাড়ার পরে বিজেপিতে যোগ দেন। ভিনেশ হরিয়ানার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয় তাঁর পরিবারের অন্দরমহল থেকে।
আইএএনএস-কে ভিনেশের পরিবার সূত্রে জানানো হয় যে, ‘ভিনেশ রাজনীতিতে আসতেই পারে। হয়তো বিধানসভা নির্বাচনেই ভিনেশ বনাম ববিতা ফোগট এবং বজরং পুনিয়া বনাম যোগেশ্বর দত্তের লড়াই দেখা যেতে পারে। কয়েকটি রাজনৈতিক দল ওকে (ভিনেশকে) রাজি করানোর চেষ্টা চালাচ্ছে।’
(Feed Source: hindustantimes.com)