জরুরি খবর, বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের এই পরিষেবা

জরুরি খবর, বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের এই পরিষেবা

Google Talk News: গুগলের এই পরিষেবা ব্যবহার করলে আগে থেকেই জেনে নিন জরুরি বার্তা। বৃহস্পতিবার থেকে তাদের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ গুগল টক (Google Talk) বন্ধ করছে কোম্পানি। এতদিন গুগল টক টেক্সট ও ভয়েজ কমিউনিকেশনের ওপর কাজ করত।

Google Talk Update: কী বলছে কোম্পানি ?
এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ বন্ধ করা নিয়ে ব্লগপোস্টে বার্তা দিয়েছে আমেরিকান টেক জায়ান্ট। কোম্পানি বলেছে, “আমরা গুগল টক বন্ধ করে দিচ্ছি। ২০২২ সালের ১৬ জুন থেকে বন্ধ করা হচ্ছে অ্যাপ। আমরা পিজিন ও গাজিম সহ তৃতীয় পক্ষের অ্যাপগুলির জন্য আমাদের সাপোর্ট বন্ধ করে দেব। আগেই আমরা ২০১৭ সালে এই ঘোষণা করেছিলাম আমরা।”

Google Talk News: বিকল্প হিসাবে কী বলেছে গুগল ?
তবে Google Talk বন্ধ করলেও এর বিকল্পের কথা বলেছে কোম্পানি। গুগলের তরফে বলা হয়েছে, “আপনার পরিচিতিদের সঙ্গে চ্যাট চালিয়ে যেতে আমরা গুগল চ্যাট ব্যবহার করার সুপারিশ করছি। এর মাধ্যমে আপনি অন্যদের সঙ্গে আরও সহজে সংযোগ স্থাপন করতে পারবেন। সঙ্গে ফাইলগুলি শেয়ারেও সাহায্য করবে গুগল চ্যাট। এতে রয়েছে ফিশিং সুরক্ষা, যা আমরা Gmail এর জন্য তৈরি করি। এছাড়াও পাবেন অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য যেমন স্ক্রিন রিডার সাপোর্ট।”

Google Talk Update: কেন তৈরি হয়েছিল গুগল টক ?
অ্যান্ড্রয়েড পুলিশের মতে, আসলে জিমেইলের কনট্যাক্টসের সঙ্গে দ্রুত কথপোকথনের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ গুগল টক তৈরি করেছিল কোম্পানি। যদিও নতুন গুগল পরিষেবাগুলি দেওয়ার আগেই এটি দ্রুত আরও বড় হয়ে ওঠে।

Google Talk News: গুগল টক অ্যান্ড্রয়েড ডিভাইসের পাশাপাশি ব্ল্যাকবেরিতেও একটি অ্যাপ্লিকেশন হয়ে উঠেছিল। ২০১৩ সালে সংস্থাটি পরিষেবাটি গোটানো শুরু
করে। সেই ক্ষেত্রে ব্যবহারকারীদের অন্যান্য মেসেজিং অ্যাপে অভ্যস্ত করাতে শুরু করে গুগল। সেই সময়ে গুগল হ্যাঙ্গআউট ছিল গুগল টকের পরিবর্ত মেসেজিং অ্যাপ।

(Source: abplive.com)