ঢাকা: বাংলাদেশে সহিংসতা ও দাঙ্গার পর অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার এখন কার্যকর হয়েছে। বাংলাদেশের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আওয়ামী লীগ দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ। এর আওতায় তার মন্ত্রিসভার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটাই হাসিনা মন্ত্রিসভার প্রথম মন্ত্রীর গ্রেফতার। জানিয়ে রাখি, শেখ হাসিনা ও তার দলের সহযোগীদের বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা, দাঙ্গাসহ ৪০টির বেশি মামলা হয়েছে।
এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের কর্মকর্তা-মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে পুলিশ। বাংলাদেশের খবরে এ তথ্য জানানো হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনের বরাত দিয়ে ‘ডেইলি স্টার’ পত্রিকা জানায়, শনিবার ভোর ৩টার দিকে রাজধানী ঢাকার পিয়ারগলি এলাকার একটি বাসা থেকে ৭৬ বছর বয়সী এই নেতাকে আটক করা হয়। ঢাকা ট্রিবিউন জানায়, ঢাকা পুলিশ তাকে আটক করে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসে।
হাসিনাসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে
হুসেইন বলেন, সাম্প্রতিক সহিংসতার পর থানাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজীকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পুলিশ কর্মকর্তা। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হাসিনা ও গাজীসহ ১০৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়।
(Feed Source: indiatv.in)