অগাস্ট মাসেই প্রথম বাজারে এসেছিল পার্সোনাল কম্পিউটার, কত র‍্যাম ছিল?

অগাস্ট মাসেই প্রথম বাজারে এসেছিল পার্সোনাল কম্পিউটার, কত র‍্যাম ছিল?

প্রযুক্তির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল ১২ অগাস্ট। ১৯৮১ সালের এই দিনেই প্রথম পার্সোনাল কম্পিউটার বা পিসি নিয়ে এসেছিল আইবিএম। আলোড়ন পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। আজও এই ঘটনা প্রযুক্তির দুনিয়ার অন্যতম মাইলফলক হিসাবে চিহ্নিত হয়।

আইবিএমের হাত ধরে এরপর পার্সোনাল কম্পিউটারে অনেক পরিবর্তন এসেছে। ডিজাইন থেকে শুরু করে ফিচার, সবেতেই ঘটেছে আমূল বদল। আইবিএমের প্রথম মডেল ছিল ৫১৫০। প্রযুক্তিগত মানের দিক থেকে এটাও কিছু কম ছিল না।

সবার প্রথম Friedl SCAMP প্রোটোটাইপের ৫১০০ মডেল তৈরি করেছিল আইবিএম। তবে সবচেয়ে সফল হয় ৫১৫০ মডেল। ১৯৮১ সালে এই মডেলকেই পার্সোনাল কম্পিউটার হিসাবে বাজারে নিয়ে আসে তারা।

৫১৫০ মডেলের পার্সোনাল কম্পিউটারের কনফিগারেশন কী ছিল। জানা যাচ্ছে, এতে ছিল ইন্টেল ৮০৮৮ প্রসেসর, ১৬ কিলোবাইট র‍্যাম এবং ৫.২৫ ইঞ্চির ফ্লপি ড্রাইভ। MS-DOS অপারেটিং সিস্টেমে চলত ৫১৫০ মডেলের পিসি। এই অপারেটিং সিস্টেম তৈরি করেছিল মাইক্রোসফট।

পার্সোনাল কম্পিউটার তৈরির পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল মাইক্রোপ্রসেসর। অন্য ভাবে বললে, মাইক্রোপ্রসেসরের কারণেই পার্সোনাল কম্পিউটার তৈরি সম্ভব হয়েছিল। তাই একে মাইক্রোকম্পিউটার নামেও ডাকা হত।

কম্পিউটারের ডিজাইন নিয়ে কাজ করার অনেক জায়গা ছিল। আপগ্রেড করার সুযোগও ছিল। সেই সুযোগগুলিকেই কাজে লাগিয়েছে আইবিএম। ধীরে ধীরে পিসি হয়ে উঠেছে সর্বজনীন। সব বয়সের ইউজাররাই যাতে খুব সহজেই ব্যবহার করতে পারেন, সেটাই ছিল লক্ষ্য।

আইবিএমের এই সাফল্যে অনুপ্রাণিত হয় অন্যান্য কোম্পানিও। পার্সোনাল কম্পিউটার তৈরিতে এগিয়ে আসে অনেক নামীদামি সংস্থাই। প্রযুক্তির বিশ্বে তখন কম্পিউটার তৈরির ধুম। ৮০-এর দশকের শেষ নাগাদ, বলা ভাল নব্বইয়ের দশকের গোড়া থেকে প্রত্যেকের বাড়িতে ঢুকে পড়ল পার্সোনাল কম্পিউটার বা পিসি। তবে এই জগতে আইবিএম যে পায়োনিয়র, সে কথাও সবাই স্বীকার করে নিল একবাক্যে।

আজও আইবিএমের পার্সোনাল কম্পিউটারের ঐতিহাসিক প্রবর্তনকে কম্পিউটার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে স্মরণ করা হয়। এটা শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, কম্পিউটিং জগতে পরিবর্তন ও অগ্রগতির জন্য অনুপ্রেরণার উৎসও।

(Feed Source: news18.com)