রবিবার রাতে অভিনেত্রী মিশমি দাস ও তাঁর মাকে শারীরিক আক্রমণ-গালাগালি! পুলিশ কোথায়

রবিবার রাতে অভিনেত্রী মিশমি দাস ও তাঁর মাকে শারীরিক আক্রমণ-গালাগালি! পুলিশ কোথায়

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল করেছিল বাংলার মেয়ে-বোনরা। গোটা বিশ্বের মানুষ সামিল হয়েছিল প্রতিবাদে। কিন্তু তারপরেও ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে বারবর প্রশ্ন উঠছে, তিলোত্তমা কতটা নিরাপদ। কদিন আগেই অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে প্রকাশ্য রাস্তায় হেনস্থা হতে হয়। এবার মিশমি দাস। রবিবার রাতে নিজের বাড়ির সামনেই এক মহিলা আক্রমণ করে তাঁকে ও তাঁর মা-কে।

কী জানাল মিশমি?

এক মহিলার ছবি শেয়ার করে মিশমি লিখলেন, ‘মাত্র কয়েক মিনিট আগে, যখন আমি একটি অনুষ্ঠানের জন্য রওনা হচ্ছিলা এবং আমার মা এবং এক আত্মীয় বাড়িতে প্রবেশ করছিলেন, এই মহিলা এবং তার স্বামী গাড়িটি গড়িয়া ঢালাই ব্রিজে আমাদের বাড়ির ঠিক সামনে পার্ক করেছিলেন। আমার মা তাকে গাড়ি সরাতে বলেছিলেন কারণ আমার নিজের বিল্ডিংয়ের গেটের সামনে আমার গাড়িটি পার্ক করা যাচ্ছিল না। এই মহিলা আমার মাকে গালিগালাজ ও হুমকি দিতে শুরু করে, অবশেষে তারা গাড়িটি সরিয়ে নেয় কিন্তু গালাগালি থামেনি। তাই আমি বাইরে এসে তাদের গাড়ি এবং নম্বর প্লেটের একটি ছবি তুলি। তিনি এতটাই উত্তেজিত হয়েছিলেন যে, শারীরিকভাবে আমাকে আমার গাড়িতে প্রবেশ করতে বাধা দেন এবং আমার তোলা ছবিটি মুছতে বলেন। আমি প্রত্যাখ্যান করে গাড়ির ভেতরে ঢুকলে সে আমার গাড়ির ভেতরে তার হাত ঢুকিয়ে আমার একটি ছবি তোলে এবং হুমকি দেয় ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম খাাপ কী করে করি, দেখুন এবার’।’

এরপর মিশমি আরও লেখেন, ‘আমার শহরের নিরাপত্তা কি এই রকম? ইভেন্টের জন্য দেরি হচ্ছিল বলে আমাকে চলে যেতে হয়, কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে আমার মা এবং অন্যান্য লোকদের আরও ২০ মিনিট গালাগালি করে। তারপর পুলিশ আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা অফিসারের সামনেও আমার মাকে আমার কেরিয়ার নষ্ট করার হুমকি দেওয়া হয়। আমার বাড়ির নীচেই যদি আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, তবে আমি কীভাবে নিরাপদ বোধ করব? ঈশ্বরকে ধন্যবাদ আমার মা উপস্থিত ছিলেন, নইলে কী হত কে জানে!’

এরপরই নেটনাগরিকদের রোষ গিয়ে পড়ে পুলিশের উপর। একজন লেখেন, ‘কলকাতা পুলিশ শুধু এখন রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিতে পারে।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘কলকাতা পুলিশের লজ্জা হওয়া উচিত। এরা দায়িত্ব পালনে ব্যর্থ। জঘন্য সিস্টেম।’

প্রসঙ্গত, গত শুক্রবার সাদার্ন অ্যাভিনিউতে হেনস্থা করা হয়েছিল পায়েল মুখোপাধ্যায়কে। তিনি লাইভে এসে জানিয়েছিলেন, গাড়ি করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন তখনই তাঁর গাড়ির সঙ্গে একটি বাইকের সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর অভিযোগ, দোষ বাইক চালকের ছিল। তবুও সেই ব্যক্তি নেমে এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে বেরোতে না চাইলে ঘুষি মেরে তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন।

এরপর অবশ্য ততক্ষণাৎ ব্যবস্থা নেয় পুলিশ। কলকাতা দক্ষিণের ডিসিপির প্রোফাইল থেকে  লেখা হয়, ‘আজ বিকেলে (ঘটনার দিন, শুক্রবারের পোস্ট) জনপ্রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় এসে জানান তাঁর সঙ্গে সাদার্ন অ্যাভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌঁছন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।’

(Feed Source: hindustantimes.com)