বিক্ষোভকারী পরিবারের সদস্যদের বুঝিয়ে দিচ্ছে পুলিশ
– ছবি: আমার উজালা
বিহারের আরা থেকে এক যুবকের মৃতদেহসহ অগ্নিসংযোগ করে আরা-পাটনা প্রধান সড়ক অবরোধ করার ঘটনা সামনে এসেছে। প্রেমের জেরে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের। মধ্যপ্রদেশের জবলপুর স্টেশনে ট্রেন থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে, নগর থানা এলাকার আহিরপুরওয়া গ্রামের বাসিন্দা শিবমুনি যাদবের ছেলে সঞ্জয় কুমার একটি মেয়েকে নিয়ে বিয়ের উদ্দেশে বাইরে গিয়েছিল। যে মেয়েটির সাথে সে গিয়েছিল সে আহিরপুরওয়াতে তার মাতৃগৃহে থাকত।
বান্ধবীর সঙ্গে হাওড়া গিয়েছিলেন ওই যুবক
নিহতের ভাই জানান, সঞ্জয় কুমার ২৩ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নগর থানা পুলিশ তাকে খুঁজতে বাড়িতে আসলে তারা জানতে পারে সে মেয়েটিকে নিয়ে গেছে। আমরা অনেক গবেষণা করার চেষ্টা করেছি। কিন্তু কোথাও তার তথ্য পাওয়া যায়নি। 25 এপ্রিল তিনি নিজেই ফোন করে জানান যে তিনি সুষমাকে নিয়ে হাওড়ায় এসেছেন। মেয়েটিও ফোনে কথা বলে জানায় আমরা বিয়ে করতে যাচ্ছি। এরপর দুজনের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি।
জবলপুরে উদ্ধার যুবকের মৃতদেহ
নিহতের ভাই আরও বলেন, এর পর জবলপুর আরপিএফ ফোন করে জানায় সঞ্জয় কুমারের লাশ এখানে, আপনারা লোকজন এসে নিয়ে যান। আমরা যখন সেখানে পৌঁছাই, আমার ভাইয়ের লাশ মেডিকেল কলেজে রাখা ছিল এবং তার গলায় দড়ির চিহ্ন ছিল। যে মেয়ের সাথে সে গিয়েছিল সে বলেছে তোমার ভাই আত্মহত্যা করেছে।
বান্ধবী ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ
নিহতের ভাই অভিযোগ করেছেন, এটি আত্মহত্যা নয়, মেয়েটি নিজেই তার পরিবারের সদস্যদের সাথে তার ভাইকে হত্যা করেছে। তিনি জানান, শুক্রবার গভীর রাতে মরদেহ নিয়ে পরিবার আরা পৌঁছায়। এরপর ভোরে লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিচারের দাবি জানান তারা।
(Feed Source: amarujala.com)