‘তোমার শিরদাঁড়াও দুর্বল…’, RG Kar কাণ্ডে রাস্তায় নামা নিয়ে কী এমন বললেন অরিজিৎ?

‘তোমার শিরদাঁড়াও দুর্বল…’, RG Kar কাণ্ডে রাস্তায় নামা নিয়ে কী এমন বললেন অরিজিৎ?

সপ্তাহখানেক আগেই রাস্তায় নামার ডাক দিয়েছিলেন অরিজিৎ সিং। গায়কের হুঁশিয়ারি ছিল, একবার তিনি রাস্তায় নামলে আর কারও কথা শুনবেন না! এরপর যেন গায়কের ভক্তরা আরও নতুন উৎসাহ পায় আরজি কর নিয়ে প্রতিবাদে। তবে যতদিন এগোতে থাকে, ততই যেন লোকের মনে ধারণা হতে থাকে, এসবই ফাঁপা আওয়াজ নয় তো!

সোমবার রাতে লাইভে এসেছিলেন গায়ক। সেখানে এসে খোলাখুলি কথা বলেন আরজি করের তরুণী ডাক্তারের খুন ও ধর্ষণ নিয়ে। ‘আর কবে’ নামে একটি গানও লিখে, গান গেয়ে, গিটার বাজিয়ে শোনান। তবে সেই প্রশ্নটা অধরাই থেকে গেল, কবে রাস্তায় নেমে আন্দোলনকারীদের পাশে দাঁড়াবেন বাংলা তথা ভারতের ১ নম্বর গায়ক অরিজিৎ সিং।

অরিজিৎকে এই লাইভ সেশনের মাঝেই বলতে শোনা গেল, ‘নেমে গেলেই তো আর হল না! সবাই নামছে। নেমে যেন কেয়স না হয়ে যায়। হিতে বিপরীত হলে তো হবে না। কেউ একটা যদি ভাবে সুযোগ নেব! অনেক ভেবেচিন্তে করতে হয়। আজ থেকে ১০-১৫ বছর আগে হলে আমাকে এত ভাবতে হত না। তোমাদের মতো স্বাধীনতা আমার নেই। তোমরা তো স্বাধীন। তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরও। আমি প্রতিদিন রাস্তাতে বেরোতেই পারি না। বেরোতে হয় ঠিকই। কিন্তু যেরকমভাবে তোমরা চলাফেরা করো, আমি তো আর পারি না। এই যে এটা শুরু করলাম যখন (লাইভ ভিডিয়ো), তখন কমেন্ট পড়ল কেশরিয়া। কেশরিয়া কেশরিয়া করলে তো হবে না। আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে। আমি প্রোগ্রামেও তো সেটাই দেখি। ভিড় করে কী হবে। আশা রাখতে হবে। সুপ্রিমকোর্ট দেখছে। আমিও আশা রাখছি।’

ইতিমধ্যেই গায়কের ‘আর কবে’ গানটা নিয়ে মাতামাতি পড়ে গিয়েছে। কিন্তু ‘রাস্তায় নামা’ নিয়ে এমন দায়সারা জবাবে চটেছে নেটিজেনদের একটা অংশ। একজন সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছেন, ‘আপনি প্রতিবাদে রাস্তায় নামলে কেউ সেলফি তুলতে আসবে না। আমরা সেলফি তোলার মতো মানসিকতায় নেই। কদিন আগে সংগীত শিল্পীদের মিছিলে কেউ শিল্পীদের দিকে ফিরেও তাকায়নি। সবাই নিজের মতো প্রতিবাদ করছে। আপনিও রাস্তায় নামুন।’

আরেকজন লিখলেন, ‘সব ফেক লোক। দাদা বোঝা হয়ে গেছে আপনাকেও। নিশ্চয়ই দিদির লোকেরা ধমক দিয়েছে। তুমি তো এখন নিজেকে আন্তর্জাতিক গায়ক মনে করো। নিশ্চয়ই ভাবছ, সব ভার মে যায়।’ তৃতীয়জনের মন্তব্য, ‘দাদা দেখছি তোমার শিরদাঁড়াটাও দুর্বল। খুব কষ্ট দিলে তুমি আজ অনেককে।’

(Feed Source: hindustantimes.com)