মরা জন্তু মুখে ছাদে বসে কুমির! লোকালয়ে প্রবল আতঙ্ক, দেখুন ভাইরাল ভিডিও

মরা জন্তু মুখে ছাদে বসে কুমির! লোকালয়ে প্রবল আতঙ্ক, দেখুন ভাইরাল ভিডিও

আহমেদাবাদ: গত কয়েক দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাতে। তিন দিনে সেই রাজ্য থেকে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবার তারই মধ্যে প্রবল কুমির আতঙ্ক লোকালয়ে। ছবি-ভিডিওতে ধরা পড়েছে একাধিক কুমির ঘুরে বেড়াচ্ছে খাবারের খোঁজে। কারও মুখে মরা জীবজন্তু।

রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাতে বিশ্বামিত্রি-সহ বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর জল ঢুকে পড়েছে লোকালয়ে। পাশাপাশি বিশ্বামিত্রি নদী থেকে একাধিক কুমিরও ঢুকে পড়েছে জনবসতিপূর্ণ এলাকাগুলিতে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ জনগণের মধ্যে।

বন্যা কবলিত গুজরাতের বরোদা শহরে এটাই এখন বাস্তব চিত্র। মানুষ আর কুমির পাশাপাশি ‘ঘর’ করছে। অবশ্যই ভালবেসে নয়, বরং আতঙ্কে কাঁটা জনতা। যদিও বরোদাবাসীর দাবি, এবার স্রোতে ভেসে নয়, কুমিরে পেটে গিয়ে মৃত্যু হবে তাঁদের। নদীর জল ঢুকে পড়েছে লোকালয়ে। গৃহহীন ৪০ হাজার মানুষ। রাজ্য জুড়ে একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে। ঘরহারাদের উদ্ধারকাজ চলছে জোরকদমে।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, কুমিরের মুখে রয়েছে মরা কুকুর। অন্য ভিডিওতে একটি বাড়ির নিচু ছাদে দেখা গিয়েছে একটি কুমিরকে। বরোদা এবং আশেপাশের এলাকায় বসবাসকারী তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

(Feed Source: news18.com)