ছাঁটতে হবে বিতর্কিত দৃশ্য়, সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় আটকে গেল এমার্জেন্সি!

ছাঁটতে হবে বিতর্কিত দৃশ্য়, সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় আটকে গেল এমার্জেন্সি!

কঙ্গনা রানাওয়াতের আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। দু-দিন আগেই ভিডিয়ো প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছিলেন, ছবির সেন্সার সার্টিফিকেট নিয়ে গড়িমসি চলছে। সেন্সর বোর্ডের সদস্যরা প্রবল চাপে আছেন, জানিয়েছিলেন অভিনেত্রী। রবিবার রাতে জানা গেল, ৬ সেপ্টেম্বর যে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।

মুক্তি স্থগিত এমার্জেন্সির 

বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ এক্স হ্যান্ডেলে জানান, আগামী ৬ই সেপ্টম্বর মুক্তি পাচ্ছে না এমার্জেন্সি। কিন্তু কেন এই সিদ্ধান্ত, সেই নিয়ে মুখ খোলেনি তিনি। পাশাপাশি  প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মস কিংবা কঙ্গনার তরফেও কোনও বিবৃতি সামনে আসেনি।

সূত্রের খবর, এই ছবির বেশকিছু দৃশ্যে কাঁচি চালানোর কথা জানিয়েছে সিবিএফসি। গত ৩০শে অগস্ট ভিডিয়ো বার্তায় কঙ্গনা জানিয়েছিলেন, ‘আমাদের ছবিটি সিবিএফসির তরফে প্রাথমিকভাবে ছাড়পত্র পেলেও সেন্সর সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে, কারণ সেন্সর বোর্ডের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, সেই কারণে শংসাপত্রটি বিলম্বিত হচ্ছে’।

তিনি আরও বলেন, তাঁদের উপরও অনেকরকম চাপ রয়েছে যাতে ইতিহাসের সত্য আখ্যান পর্দায় তুলে না ধরা হয়। তিনি জানিয়েছিলেন, ‘আমাদের উপর চাপ সৃষ্টি করেছে যাতে মিসেস ইন্দিরা গান্ধীর হত্যা, ভিন্দ্রাওয়ালে হত্যাকাণ্ড এবং পাঞ্জাব দাঙ্গা ছবিতে চিত্রিত না করা হয়। ফলে প্রশ্ন জাগে- ছবিতে আসলে কী দেখাতে পারব? …. এটা আমার জন্য অবিশ্বাস্য সময় এবং এই দেশের অবস্থার জন্য আমি খুবই দুঃখিত।’

শিরোমণি অকালি দলের দিল্লি ইউনিট থেকে সিবিএফসিকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল যাতে শিখদের চিত্রায়নের কারণে ছবিটির মুক্তি বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল। ছবির ট্রেলার নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শিখ সংগঠনগুলিও। এর জেরেই চাপে রয়েছে সিবিএফসি।

কঙ্গনা ছাড়াও ‘এমার্জেন্সি’তে অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে, বিষক নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিক।

‘গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের’ হিসাবে এমার্জেন্সি পিরিয়ডকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, কুর্সি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপোলি পর্দায়। চলতি বছর ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এমার্জেন্সি। কঙ্গনা আগেই স্পষ্ট করেছেন এই ছবি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়।

(Feed Source: hindustantimes.com)