জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মল খোলার পরই তোলপাড়। স্রেফ লুট হয়ে গেল নতুন একটি মল। করাচির কাণ্ড। করাচির ড্রিম মল খোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছিল। বলা হয়েছিল বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। তাতেই বিপুল মানুষ জড়ো হয়ে যায় ওই মলে। তার পরেই হয়ে গেল লুটপাঠ।
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হয়েছে সেই লুটপাঠের ছবি। মলটি খোলার পরপরই শয়ে শয়ে মানুন জড়ো হয়ে যান মলে। নিরাপত্তারক্ষীদের ধাক্কা মেরে তারা ঢুকে পড়েন মলে। শুরু হয়ে যায় ভাঙচুর। ঘণ্টাখানেকের মধ্যেই মলটি তছনছ করে ফেলে জনতা। সব মালপত্র তুলে নিয়ে চলে যায় জনতা।
ওই বিশৃঙ্খল পরিস্থিতি ও লুটপাঠ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে নেট নাগরিকদের মধ্যেই। অনেকেই ওই ঘটনার চমকে উঠেছেন। অনেকেই মানুষের মানসিকতার কথা তুলেছেন। মানুষ এরকম কীভাবে করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
ওই ঘটনার পর ব্যবসায়ী মহলে আলোড়ন শুরু হয়েছে। তারা ভাবতে শুরু করেছেন করাচিতে বিনিয়োগ করা নিয়ে।
(Feed Source: zeenews.com)