ভারতের সঙ্গে জনকেন্দ্রিক সম্পর্কর ডাক হাসিনা-পরবর্তী আমলের ঢাকার,উঠল পাক-প্রসঙ্গ

ভারতের সঙ্গে জনকেন্দ্রিক সম্পর্কর ডাক হাসিনা-পরবর্তী আমলের ঢাকার,উঠল পাক-প্রসঙ্গ

হাসিনা সরকারের পতনের পর নয়া বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন মুখ খুললেন দুই দেশের সম্পর্ক নিয়ে। উল্লেখ্য, ঢাকা-দিল্লির সম্পর্ককে বহু সময়ই নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা ‘সোনালী অধ্যায়’ বলে উল্লেখ করে থাকতেন। আর সেই সোনালী অধ্যায় এখনও কি দুই দেশের মধ্যে রয়েছে? প্রশ্ন গিয়েছিল তৌহিদ হোসেনের কাছে। তার জবাবে কী বললেন তৌহিদ হোসেন?

শেখ হাসিনার সময়কালে ভারতের সঙ্গে বাংলাদেশের সোনালী অধ্যায় ঘিরে প্রশ্ন যেতেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,’সম্পর্কের সোনালী অধ্যায় ছিল দুই সরকারের মধ্যে। আমরা চাই সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে। মানুষ সেটাতে যুক্ত হোক। মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক রয়েছে। সেটা যে ছিল না সেটা স্বীকার করা ভালো।’ একইসঙ্গে তিনি যোগ করেন, ‘মানুষের মাঝে ক্ষোভ ছিল, আর তা প্রশমন করা সম্ভব।’

বাংলাদেশে সদ্য গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। তাঁর সরকার পতনের পর বাংলাদেশের মাটি ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। এরপর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন? এই প্রশ্ন উঠতেই তৌহিদ হোসেন বলেন,’আপনারা যদি মনে করেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষীয় বিষয়, সমাধান করতে চেষ্টা করতে হবে। তবে আমরা একটা কথা মনে করি, সম্পর্ক মানুষ কেন্দ্রিক হতে হবে। আসলে এমন হতে হবে, যে মানুষও যাতে মনে করে সম্পর্কটা ভালো।’

তাঁর কাছে প্রশ্ন যায়, ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্বের জেরে কি কোনওভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তরে তৌহিদ হোসেন বলেন,’এটা তো বিচার করবেন আরও অনেক পরে।’ তিনি জানান,’তাৎক্ষণিক কোনও সমস্যআ দেখছি না।’

এদিকে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও এদিন মুখ খোলেন তৌহিদ হোসেন। পাকিস্তানের সঙ্গে বর্তমানে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ? প্রশ্ন যেতেই ঢাকার অবস্থান স্পষ্ট করে দেয় বাংলাদেশ। বাংলাদেশের মন্ত্রী তৌহিদ হোসেন বলেন, ‘আমি মনে করি কোনও এক পর্যায়ে কোনও এক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপোড়েন ছিল। স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয়, আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। পাকিস্তানের সঙ্গেও তো এখন আমাদের শত্রুতা করে ফায়দা নেই।’

(Feed Source: hindustantimes.com)