Sniff Out COVID-19: টেস্ট-এর দিন কি শেষ? এবার কুকুরই বলে দেবে কোভিড হয়েছে কিনা!

Sniff Out COVID-19: টেস্ট-এর দিন কি শেষ? এবার কুকুরই বলে দেবে কোভিড হয়েছে কিনা!

নিজস্ব প্রতিবেদন: মহাপ্রস্থানের পথেও কুকুর আবার মৃত্যুপুরী বা খুন-রাহাজানিতেও কুকুর। মানবজীবনে কুকুরের নানা ভূমিকা। এবার মেডিক্যাল টেস্ট ল্যাবরেটরিতেও কুকুরের ছায়া পড়ছে।

কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে বহুগুণ শক্তিশালী। এ কথা বহুদিনের জানা। কুকুরের এই বিশেষ শক্তিকে কাজে লাগিয়ে দৃষ্কৃতী পাকড়াও বা অস্ত্রসন্ধানের মতো কাজ করানো হয়। এবার জানা যাচ্ছে, কুকুর করোনারোগীকেও শনাক্ত করতে পারে! ধরতে পারে লং কোভিডের লক্ষণও!

কুকুর ক্যানসার শনাক্ত পারে এ কথা আগেই জানা গিয়েছিল। এবার করোনা শনাক্তকারীর ভূমিকাতেও দেখা যাচ্ছে কুকুরকে। প্লস ওয়ান নামের জার্নালে এ সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে। ফ্রেঞ্চ ফায়ার ডিপার্টমেন্ট ইউএই-র মিনিস্ট্রি অফ দ্য ইন্টেরিয়র মানুষের ঘাম থেকে সার্স-কোভ-২ শনাক্ত করার ট্রেনিং দিয়েছে কুকুরকে।

কোভিড পরীক্ষা করাতে চান প্যারিসে এরকম অন্তত ৩৫০ জন ব্যক্তির ঘামের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এঁদের অন্তত এক তৃতীয়াংশের নমুনা থেকে করোনা শনাক্ত করা গিয়েছে! গন্ধ শুঁকে করোনা রোগী শনাক্তকরণের ক্ষেত্রে কুকুরের সক্ষমতার হার যথেষ্ট উঁচুতে। প্রায় ৯৭ শতাংশ।

ডমিনিক গ্র্যান্ডজেন এই গবেষণার সহ-লেখক। তিনি জানান, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কুকুর এই কাজের প্রশিক্ষণ নিয়ে নিতে সক্ষম। যাঁরা যাঁরা অটিজম, নিউরোডিজেনারেটিভ ডিজিস বা ইনভেসিভ ন্যাজাল সোয়াবস পরীক্ষায় অনিচ্ছুক তাঁদের ক্ষেত্রেও কুকুর দিয়ে পরীক্ষা সফল হয় বলে জানান গ্র্যান্ডজেন।

লং কোভিডের উপস্থিতি ধরার ক্ষেত্রেও কুকুরের ঘ্রাণশক্তির বহুল ব্যবহার হচ্ছে। প্রথমবার করোনা হওয়ার ১৮ মাসের মধ্যে আবার তাঁর করোনা হওয়ার আশঙ্কা আছে কিনা, তা ধরে দিতে পারে কুকুর। কেন এটা হয়? কারণ, ভাইরাসের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনও বস্তুর ঘ্রাণ কুকুর অন্তত ১ বছর মনে রাখতে পারে।

(Source: zeenews.com)