উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্গত আগ্রার তাজমহলের প্রধান গম্বুজে ফুটো দেখা দিয়েছে। আর সেই ফুটো দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়তে শুরু করেছে। গত তিনদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গিয়েছে তাজমহল প্রাঙ্গনের বাগান। সংবাদসংস্থা পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। আর এই অবস্থার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যা দেখতে পাচ্ছেন দেশ–বিদেশের বিপুল পরিমাণ পর্যটক। তার ফলে এখানে আসার আকর্ষণ কমবে বলে মনে করা হচ্ছে। এই ফুটো হয়ে জল পড়ার ঘটনায় তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
ওই ভাইরাল হওয়া ভিডিয়ো’তে দেখা গিয়েছে, প্রধান গম্বুজের একটি বাগান বৃষ্টির জলে থই থই করছে। যদিও ওই ভিডিয়ো যাচাই করে দেখেনি হিন্দুস্তান বাংলা ডিজিটাল। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) আগ্রা সার্কেলের এক উচ্চপদস্থ অফিসার রাজকুমার প্যাটেল তাজমহলের প্রধান গম্বুজে ফুটো হয়ে জল পড়ার ঘটনা স্বীকার করেছেন। তবে তার জেরে কোনও ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন। এই বিষয়ে সংবাদসংস্থা পিটিআই–কে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা লক্ষ্য করেছি তাজমহলের প্রধান গম্বুজ ফুটো হয়ে জল পড়ছে। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। সেখানে একটা ছিদ্র হওয়ার জেরেই জল পড়ছে। কোনও ক্ষতি হয়নি প্রধান গম্বুজের। আমরা ড্রোন ক্যামেরা উড়িয়ে সবটা খতিয়ে দেখেছি।’
বৃহস্পতিবার রাতে তাজমহলের ওই ভিডিয়ো ভাইরাল হয়। ২০ সেকেন্ডের ওই ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে। কারণ সেখানে দেখা গিয়েছে, তাজমহল সংলগ্ন বাগান বৃষ্টির জলে ভাসছে। গত তিনদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগ্রায়। তার জেরে শহরজুড়ে বানভাসী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার জেরে তলিয়ে গিয়েছে জাতীয় সড়ক, ফসলি জমি এবং আশপাশের উঁচু এলাকা। তাজমহলের গুরুত্ব বোঝাতে এখানকার রাজ্য সরকারের ট্যুর গাইড রয়েছে। যেখানে তাজমহলকে গোটা দেশের গর্ব বলে তুলে ধরা হয়েছে। পর্যটন ক্ষেত্রে কর্মসংস্থানের উল্লেখ করা হয়েছে। সরকার অনুমোদিত গাইড মনিকা শর্মার বক্তব্য, ‘এই মনুমেন্টের উপযুক্ত দেখভালের প্রয়োজন। পর্যটন ক্ষেত্রে যাঁরা যুক্ত তাঁদের কাছে এটা আশার বিষয়।’
তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো। এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি ১৬৩২ থেকে ১৬৫৩ সালে মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের সমাধির উপর নির্মাণ করেন। সাদা মার্বেলের কমপ্লেক্সে একটি বিশাল গম্বুজ, মিনার, বাগান এবং একটি প্রতিফলিত পুল রয়েছে। তাজমহলে পারস্য, ইসলামিক এবং ভারতীয় শৈলীর মিশ্রণ ঘটেছে। এটিকে মুঘল স্থাপত্যের একটি অনন্য কীর্তি বলা হয়। সারা বিশ্ব থেকে প্রত্যেক বছর লাখ লাখ পর্যটক তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে আসেন।
(Feed Source: hindustantimes.com)