রাত সাড়ে তিনটেয় ফোন করলেও সাড়া দেন, রোহিতের অজানা গল্প শোনালেন শামি

রাত সাড়ে তিনটেয় ফোন করলেও সাড়া দেন, রোহিতের অজানা গল্প শোনালেন শামি

কলকাতা: তিনি যখন ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটিয়েছিলেন, অধিনায়ক হিসাবে পেয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। তারপর থেকে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) – একাধিক অধিনায়কের আমলে খেলেছেন। তবে মানুষ হিসাবে একজনকে নিয়ে অভিভূত মহম্মদ শামি (Mohammed Shami)। বিপদে পড়লে সব সময় যাঁকে পাওয়া যায়।

কে তিনি?

রোহিত শর্মা। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যিনি বিখ্যাত। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ভক্তরা তাঁকে ডাকেন হিটম্যান নামে। মাঠের বাইরে মানুষ হিসাবে অবশ্য রোহিত সতীর্থদের কাছে ভীষণ প্রিয়। সতীর্থদের পাশে দাঁড়ান সব সময়।

দেশের মাটিতে ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জন্য মহম্মদ শামিকে বিশেষ পুরস্কার দিল সিএবি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেই উত্থান ডানহাতি পেসারের। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। সেই কারণেই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে স্বীকৃতি দিল সিএবি। যদিও অনুষ্ঠানের তাল কেটেছে একবার। শামিকে পুরস্কার দেওয়ার সময় মঞ্চের পিছনে এলইডি স্ক্রিনে তাঁর নামের ইংরেজি বানানে লেখা হয় শামিত (Shamit)। সেই সঙ্গে তাঁকে ২০২৪ সালের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হিসাবে উল্লেখ করা হয়।

যদিও শামি ছিলেন খোশমেজাজে। বলেছেন, ‘রোহিতকে যদি রাত সাড়ে তিনটে বা চারটেয় কোনও দরকারে ফোন করি, ও ধরবে। সাহায্য করবে। মানুষ হিসাবে ও এরকমই। আর সবচেয়ে বড় কথা, সেটা আমি ভারতীয় দলে খেলছি কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি যদি দলে নাও থাকি, যদি কয়েক মাস কথা নাও হয়, তাও রোহিত সব সময় সাহায্য করতে প্রস্তুত।’

Delayed. Again ✈️
The airport is my temporary home 🏠 🙈🙈

#mdshami #shami #traveling #flght #delayed #waiting pic.twitter.com/mw0nApnYU4

— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) September 14, 2024

২০২৩ সালের বিশ্বকাপের সময় গোড়ালির চোট নিয়েই বল করেছিলেন শামি। সেই যন্ত্রণার কথাও জানিয়েছেন বাংলার পেসার। বলেছেন, ‘টুর্নামেন্ট চলাকালীনই গোড়ালির যন্ত্রণায় কাতর ছিলাম। তবে আমি চাইনি দলের কোনও সমস্যা হোক। ব্যথা নিয়েই নিজের সেরাটা দিয়েছি। চিকিৎসককে বলেছিলাম, আমাকে যত খুশি ব্যথা কমানোর ওষুধ দিন। কিন্তু মাঠে নামতে দিন। দলকে ডোবাতে চাইনি।’

(Feed Source: abplive.com)