নিউ ইয়র্কে ভাঙচুর BAPS Swaminarayan Temple-এ, কড়া নিন্দা ভারতের

নিউ ইয়র্কে ভাঙচুর BAPS Swaminarayan Temple-এ, কড়া নিন্দা ভারতের

নিউইয়র্ক: নিউ ইয়র্কে (New York) ভাঙুচর চালানো হল মেলভিল্লে (Melville)-তে অবস্থিত BAPS Swaminarayan Temple-এ। এই ভাঙচুর চালানোর ঘটনার তীব্র নিন্দা করল নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল। এই ঘটনা অপ্রত্যাশিত বলেও উল্লেখ করা হল।

নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেলের তরফে মার্কিন ল এনফোর্সমেন্ট অথরিটির কাছে বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে মন্দিরে ভাঙচুরে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল টুইট করেন, নিউ ইয়র্কের মেলভিল্লে-তে অবস্থিত ব্যাপস স্বামী নারায়ণ মন্দিরে ভাঙচুর চালানোর ঘটনা অপ্রত্যাশিত। নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় উপ দূতাবাসের পক্ষ থেকে ব্যাপস স্বামীনারায়ণ মন্দির কর্তৃপক্ষ এবং ওই সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। পাশাপাশি এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া আর্জি জানানো হয়েছে মার্কিন আইন মন্ত্রকের কাছে।

ভারতীয় দূতাবাসের পাশাপাশি হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফ থেকেও মার্কিন বিচার বিভাগের কাছে নিউ ইয়র্কে অবস্থিত ব্যাপস হিন্দু মন্দিরে হামলার ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করার আবেদন করা হয়েছে।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের এক্স হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে, বেশ কিছুদিন ধরে হিন্দু প্রতিষ্ঠানগুলিতে হামলা চালানোর হুমকি দেওয়া হচ্ছিল। তারপরই নিউ ইয়র্কের মেলভিল্লে-তে অবস্থিত ব্যাপস স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে নিউ ইয়র্কে বসবাসকারী প্রচুর সংখ্যক ভারতীয় সম্প্রদায়ের মানুষরা এই সপ্তাহের শেষে নাসসাউ কাউন্টিতে জড়ো হয়ে প্রতিবাদ জানানোর কর্মসূচি নিয়েছে।

ওই টুইটে আরও উল্লেখ করা হয়েছে যে খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পাপ্পুন সম্প্রতি একটি ভিডিও বার্তায় হিন্দু ও ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে হুমকি দিয়েছে। জানিয়েছে নিউ ইয়র্কের ভাঙচুরর ঘটনা ক্যালিফোর্নিয়া ও কানাডায় মন্দিরে ভাঙচুরের ঘটনারই পুনরাবৃত্তি।

(Feed Source: abplive.com)