Kolkata 25K: শহরে বিশ্বের ধনীতম আন্তর্জাতিক দৌড়, অভাবনীয় পুরস্কারমূল্য ! নাম নথিভুক্ত করিয়েছেন?

Kolkata 25K: শহরে বিশ্বের ধনীতম আন্তর্জাতিক দৌড়, অভাবনীয় পুরস্কারমূল্য ! নাম নথিভুক্ত করিয়েছেন?

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ষার মধ্যেই শীতের খবর চলে এল| তবে শীতের সকালে লেপে ছেড়ে বেরিয়ে এই শহরের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ের আপডেট| পূর্ব ভারতের সবচেয়ে বড় অংশগ্রহণমূলক ক্রীড়া উদযাপন এবার ধরা দিচ্ছে একেবারে নতুন অবতারে| ‘টাটা স্টিল ২৫কে কলকাতা’ দৌড় এখন ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ (The Tata Steel World 25K Kolkata)।

বিশ্বের আঙ্গিকে এই দৌড় চলে গেল ধারাবাহিক ভাবে বিগত ১০ বছরে দৌড়ের ‘লেভেল’ বদলে| ২০১৪ সালের ডিসেম্বরের এক শীতের সকালে কলকাতায় শুরু হওয়া এই দৌড় ব্রোঞ্জ থেকে সিলভার হয়ে এখন গোল্ড লেভেল দৌড়| আর এই মান্যতা দেয় বিশ্ব অ্যাথলেটিক্স| আগামী ১৫ ডিসেম্বর টাটা স্টিল আয়োজন করবে বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস|  ২৫ কে ক্যাটেগরিতে যা বিশ্বে প্রথমবার! ২৫কে ক্যাটেগরিতে এই দৌড় কিন্তু বিশ্বের ধনীতম| ভারতীয় মুদ্রায় মোট পুরস্কারমূল্য ১, ১৮, ৯৮, ৯০৩.১৭ টাকা| যার মানে দাঁড়াচ্ছে প্রায় ১২ কোটি টাকা!

বুধবার বিকালে ডালহৌসির ধারের এক পাঁচতারা হোটেলে এই ঘোষণা হয়ে গেল| ২৫কে-র নতুন লোগো উন্মোচন ও বিশেষ ঘোষণার দিনে উপস্থিত ছিলেন টাটা স্টিলের শীর্ষকর্তাদের সঙ্গেই টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়| গতবছর থেকেই এই দৌড়ের প্রচারমুখ হিসেবে রয়েছেন কৌশানী| তিনি বললেন, ‘আমি প্রচণ্ড ফিটনেস ফ্রিক| জিমে নিয়মিত যেতে না পারলেও, দৌড়টা বাদ যায় না| আমি নিয়মিত দৌড়াই| সকালে খালি পেটে দৌড়াই আমি| বলতে পারেন এটা আমার ট্রান্সফর্মেশনের রাস্তা|’

২৫কে, ওপেন ১০কে, আনন্দ দৌড় (প্রায় ৪.৫ কিমি),  প্রবীণ নাগরিকদের দৌড় ও বিশেষ ভাবে সক্ষমদের দৌড় নিয়ে মোট পাঁচটি ক্যাটেগরিতে দৌড়ের ইভেন্টগুলি রাখা হয়েছে| ১৯ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ২২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে নীচের লিংকে ক্লিক করে|

https://tatasteelworld25k.procam.in/

(Feed Source: zeenews.com)