উত্তর ২৪ পরগনা: নারী সুরক্ষা নিয়ে যখন সোচ্চার মহিলারা, সেই সময়ে দাঁড়িয়ে নারীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে স্কুলের ছাত্রীদের বিশেষ স্বাস্থ্য সচেতনতার পাঠ দিলেন শিক্ষিকারা। জানা গিয়েছে অশোকনগর কমলা নেহেরু আদর্শ বিদ্যামন্দিরের ছাত্রীদের জন্য ঋতুস্রাবজনিত স্বাস্থ্য সচেতনতার বিশেষ ক্লাস নেওয়া হয়।
‘সেন্টার ফর পাবলিক হেলথ এন্ড হাইজিন রিসার্চ’-এর উদ্যোগে স্কুল চলাকালীন ক্লাসের মাধ্যমেই বিশেষ সচেতনতা শিবির করে পিরিয়ডস চলাকালীন নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ছাত্রীদের অজানা বিষয়গুলিকে সঠিক ভাবে তুলে ধরে বোঝানো হয়, যাতে আগামী দিনে শারীরিক সমস্যা থেকে দূরে থাকতে পারে তারাও।
‘সাইকেল অফ কেয়ার’-সহ কীভাবে ওই সময়কালীন সুরক্ষা গ্রহণ করতে হবে সে বিষয়েও পাঠ দেওয়া হয় স্কুলের ছাত্রীদের। এই সংক্রান্ত বিষয়ে ছাত্রীদের যাবতীয় প্রশ্নের উত্তর দেন গোবরডাঙ্গা হিন্দু কলেজের শিক্ষিকা প্রিয়াঙ্কা সরকার-সহ সহকারী শিক্ষিকারা।
স্কুলের ছাত্রীরাও এমন বিষয়ে খোলা মনে কথা বলতে পেরে, নিজেদের নানা অজানা প্রশ্ন তুলে ধরেন এই ক্লাসে। যার সমাধান কীভাবে সম্ভব, কী পদ্ধতি মেনে চললে এ ধরনের সমস্যা এড়িয়ে চলা যাবে সে বিষয়েও ছাত্রীদের বুঝিয়ে দেন শিক্ষিকারা। এমন ক্লাসে অংশ নিতে পেরে অনেকটাই উপকার হল বলেই জানায় ছাত্রীরা। আগামী দিনে জেলার অন্যান্য মেয়েদের স্কুলেও এ ধরনের বিশেষ ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষিকাদের।
Rudra Narayan Roy
(Feed Source: news18.com)