কংগ্রেস বা ন্যাশনাল কনফারেন্স সর্বক্ষণ পাকিস্তানের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে চলেছে। ওদের একটিও ভোট দেওয়ার অর্থ হল, আবারও একবার জম্মু-কাশ্মীরের উপর ৩৭০ ধারা চাপিয়ে দেওয়া। বৃহস্পতিবার বিধানসভা ভোটের প্রচারে এসে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, পাকিস্তানকে মদত দিতে বিরোধী কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স উপত্যকায় বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছে।
যদিও একইসঙ্গে জোর গলায় মোদী এও দাবি করেছেন যে ‘পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না’।
বুধবার থেকেই জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন শুরু হয়েছে। ১০ বছর পর এই ভোট হচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী ২৫ সেপ্টেম্বর। তার আগে বৃহস্পতিবার ফের প্রচারে ঝড় তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন কাটরায় আয়োজিত একটি জনসভার মঞ্চ থেকে মোদী বলেন, ‘কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সকে একটিও ভোট দেওয়ার অর্থ হল, এই দুই দল ফের একবার তাদের বিচ্ছিন্নতাবাদী ভাবধারা কার্যকর করবে। ওদের নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, ভোটে জিতলে কাশ্মীরে ৩৭০ ধারা ফেরত আনা হবে। যার অর্থ হল, ওরা আসলে হিংসা আর রক্তপাত ফিরিয়ে আনতে চায়। আমি খুব স্পষ্ট ভাষায় বলছি, জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের যে এজেন্ডা রয়েছে, তা কিছুতেই সফল হতে দেব না।’
প্রসঙ্গত, ভোটের আগেই জম্মু ও কাশ্মীরে জোট বাঁধে কংগ্রেস এবং এনসি। যদিও প্রধানমন্ত্রীর বক্তব্য, কংগ্রেস, এনসি এবং পিডিপি – এই তিনটি দলই পরিবারতন্ত্রের উপর কায়েম হয়ে রয়েছে। মানুষের মধ্যে এদেরকে নিয়ে কোনও আগ্রহ নেই।
প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘তবে, এই জোট নিয়ে পড়শি দেশে অনেক আগ্রহ রয়েছে। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের মধ্যে যে সমঝোতা হয়েছে, তাতে পাকিস্তান খুব খুশি। এই দুই দলের নির্বাচনী ইস্তাহার দেখেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত আনন্দিত হয়েছেন। তিনি খোলাখুলিভাবেই এই ইস্তাহারে সমর্থন জানিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫-এ ধারা কার্যকর করার বিষয়ে কংগ্রেস ও এনসি-এর সঙ্গে তারা সহমত।’
প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, জম্মু-কাশ্মীরকে ধ্বংস করতে চায় পাকিস্তান। আমজনতার রক্তপাত করতে চায় তারা। পাকিস্তানের খুনি এজেন্ডাই কংগ্রেস ও এনসি বাস্তবায়িত করতে চাইছে বলে তীব্র আক্রমণ করেন মোদী। তাঁর যুক্তি, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকাকালীন এই দুই দল সেই কাজই করে গিয়েছে, যেটা পাকিস্তান চেয়েছে। এদিন পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ বলেও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে, বিরোধী পক্ষকে উদ্দেশ্য করে রীতিমতো হুঁশিয়ারির সুরে মোদীকে বলতে শোনা যায়, ‘জোর গলায় মোদী ওদের বলছে, আমরা কোনও দিন জম্মু-কাশ্মীরে পাকিস্তানের চক্রান্ত সফল হতে দেব না। পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না।’
(Feed Source: hindustantimes.com)