নয়ডা: ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনওমতে রক্ষা পেলেন এক তরুণী। এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় উড়ালপুল থেকে সটান নিচে পড়ে যান তিনি। কিন্তু, উড়ালপুলের নিচে একটি পিলার থাকার দরুন প্রাণে রক্ষা পান ওই মহিলা, ঘটনাটি, নয়ডার সেক্টর ২৫ এর। ইতিমধ্যেই ওই ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ওই মহিলাকে পিলারের স্থান থেকে উদ্ধার করছেন। ততক্ষণে সেখানে ভিড় জমে গিয়েছে।
#WATCH | Uttar Pradesh: The scooty-riding girl who landed on the pillar base of the elevated road near Noida Sector 25, after she was hit by an unidentified vehicle, has now been rescued. The two men who were attempting to rescue her have also been rescued. All three of them have… pic.twitter.com/ZpEOwWSHE9
ঘটনাস্থলে, পুলিশ চলে আসে এবং ওই তরুণীকে উদ্ধার করে। দুই ব্যক্তি যারা ওই তরুণীকে উদ্ধার করছিলেন, ট্রলি মেশিনের সাহায্যে তাঁদেরও নিরাপদে উদ্ধার করা হয়। তিন জনকেই এরপরে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। ওই অভিযুক্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
এই প্রসঙ্গে শহরের অ্যাডিশনাল ডিসিপি মনীশ কুমার বলেন, “দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উদ্ধারকারী দল, পুলিশ এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়। আমরা ওই মহিলাকে নিরাপদ ভাবেই উদ্ধার করার পর তাঁকে হাসপাতালে পাঠাই।আমরা জানতে পারি ঘাতক গাড়িটির ব্যাপারে। এরপরেই আমরা সেই গাড়িটিকে আটক করি। এই ঘটনার ব্যাপারে আমরা ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করব।”
(Feed Source: news18.com)