ISL: মোহনবাগানের বাতিল ফুটবলারের শেষ মুহূর্তের গোল, মহমেডানের জয় ছিনিয়ে নিল গোয়া

ISL: মোহনবাগানের বাতিল ফুটবলারের শেষ মুহূর্তের গোল, মহমেডানের জয় ছিনিয়ে নিল গোয়া

FC Goa vs Mohammedan SC: জয়ের জন্য আর তিন মিনিটের অপেক্ষা ছিল। তবে সেই তিন মিনিটেই বদলে গেল পুরো ছবি। জিততে জিততেও জেতা হল না মহমেডানের। আগের ম্যাচের মতোই আবারও সংযুক্তি সময়ে গোল হজম করতে হল মহমেডানকে। তবে এ বার আর হারতে হল না। তবে নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া করতে হল মহমেডানকে। মোহনবাগানের বাতিল খেলোয়াড় আর্মান্দো সাদিকুর গোলে ড্র করল এফসি গোয়া। খেলার ফল ১-১। এই ম্যাচে নজর কেড়েছে মহমেডানের দাপুটে ফুটবল। মুহূর্তের ভুলে ড্র করলেও গোটা ম্যাচে মহমেডান যে ফুটবল খেলেছে তা প্রশংসা করার মতোই।

আইএসএলে পয়েন্টের খাতা খুলল মহমেডান। ঘরের মাঠে এফসি গোয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট ঢুকল সাদা-কালো ব্রিগেডের ঝুলিতে। কিন্তু একই সঙ্গে নিশ্চয়ই আন্দ্রে চেরনিশভ বুঝে গেলেন আইএসএলের মঞ্চটা কতটা কঠিন। গতবারের আই লিগ চ্যাম্পিয়ন খেললেন দাপটের সঙ্গেই। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে তিন পয়েন্ট হাতছাড়া হল।

মহমেডান তাদের প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে অল্পের জন্য হারতে হলেও এ দিন সেই ভুল করেননি আন্দ্রে চেরনিশভের ছেলেরা। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় মহমেডান। ভালো খেললেন ফ্রাঙ্কা। তিনিই পেনাল্টি আদায় করে নেন। আইএসএলের মহমেডানের হয়ে প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন আলেক্সিসও। সুযোগ কাজে লাগাতে পারলে এই ম্যাচে অনায়াসে জেতার কথা মহমেডনের। কিন্তু এক মুহূর্তের ভুলে হাতছাড়া হল জয়। একটি ভালো সুযোগেই গোল করল গোয়া।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ৫ মিনিটেই গোলের সুযোগ এসে গিয়েছিল গোয়ার সামনে। কিন্তু সেভ করে দেন মহামেডনের গোলকিপার পদম ছেত্রী। তার পর একাধিক আক্রমণ শানিয়েছে চেরনিশভের ছেলেরা। বিশেষ করে বাঁ প্রান্ত থেকে মাকান ছোটে বার বার ব্যতিব্যস্ত করে তুলছিলেন মানোলো মার্কেজের দল। ১৪ মিনিটের মাথায় বক্সের মধ্যে ঢুকে যান ফানাই। তাঁর শট বাঁচিয়ে দেন গোয়ার গোলকিপার। ২৫ মিনিটে আরও একবার গোলের মুখ খুলে যেতে পারত মহমেডানের জন্য। ফ্রাঙ্কার শট বারে লেগে ফিরে আসে। কিন্তু তাঁকে ধরে রাখতে রীতিমতো হিমশিম খেল গোয়ার। ডিফেন্ডারদের পিছন থেকে আচমকা গতি বাড়িয়ে ঢুকে যান। শারীরিকভাবেও যথেষ্ট শক্তিশালী ব্রাজিলের এই ফরোয়ার্ড। আক্রমণে আরও একটু সহায়তা পেলে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠবেন তিনি।

অবশ্য ফ্রাঙ্কা আর অ্যালেক্সিসের মাধ্যমেই আইএসএলে প্রথম গোলের দেখা পেল মহামেডন। ৬৪ মিনিটে গোয়ার ডিফেন্ডার ওদেইকে অসাধারণ ড্রিবলিংয়ে পরাস্ত করে বক্সে ঢুকে পড়েছিলেন ফ্রাঙ্কা। তাঁকে ফাউল করতে বাধ্য হন ওডেই। পেনাল্টি থেকে গোল করে যান অ্যালেক্সিস। যদিও ব্যবধানটা আরও অনেক বাড়তে পারত। সেই ফ্রাঙ্কাই ৭২ মিনিটে ফাঁকা গোলের সামনে হেড দিতে ব্যর্থ হন। অফসাইড মনে হলেও রেফারি সে দিকে ইঙ্গিত করেননি। একেবারে শেষ মুহূর্তের গোলে সমতা ফেরালেন আর্মান্দো সাদিকু। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মহমেডানকে।

(Feed Source: hindustantimes.com)