বাতিস্তম্ভে হাত লেগে মৃত্যু তরুণীর, বর্ষায় ত্রিফলা বিদ্য়ুৎবিচ্ছিন্ন করার ভাবনা হাওড়ায়

বাতিস্তম্ভে হাত লেগে মৃত্যু তরুণীর, বর্ষায় ত্রিফলা বিদ্য়ুৎবিচ্ছিন্ন করার ভাবনা হাওড়ায়

সঞ্চয়ন মিত্র, সুনীত হালদার ও সুদীপ্ত আচার্য, হাওড়া: হাওড়ায় ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যুর পর নড়েচড়ে বসল পুরসভা (Howrah Municipal Corporation)। গতকাল CESC-র সঙ্গে বৈঠকে বসেন পুর আধিকারিকরা। বর্ষার সময় বাতিস্তম্ভ বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ভাবনা।একজনের মৃত্যু হয়েছিল গুলিতে, আর একজন মারা গেলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। কিন্তু হাওড়ার দাশনগরের রিমা সিং-এর মৃত্যুর সঙ্গে মিলে গেল হাওড়া ময়দানের বাসিন্দা মনীষা সাউ-এর মৃত্যুর ঘটনা।

বিয়ের পাকা কথার দিন মৃত্য়ু তরুণীর

বিয়ের পাকা দেখার দিন পার্কসার্কাসে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিমা। আর বিয়ের পাকা কথা বলতে যখন দেশে গিয়েছেন মা ও ভাই, তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মনীষার।হাওড়ায় ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেই মৃত্যুর পরই নড়েচড়ে বসল পুরসভা।

মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়া পুরসভার গেটের কাছে। মৃত্যু হয় ২৯ বছরের মনীষা সাউয়ের, যাঁর দেশের বাড়ি বিহারে। থাকতেন হাওড়া ময়দানের কাছে কেলভিন কোর্ট এলাকায়। রও পড়ুন: WB Covid Update: আবারও ফিরছে ভয়াবহ দিন? প্রায় সাড়ে ৩ মাস পর রাজ্যে ২০০-র উপরে করোনার দৈনিক সংক্রমণ

CESC সূত্রে খবর, বৃষ্টির সময় ত্রিফলা বাতিস্তম্ভে হাত লেগেই তরুণীর মৃত্যু হয়। মনীষা DRM বাংলোয় পরিচারিকার কাজ করতেন। রাতে কাজ থেকে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। বুধবার এ নিয়ে CESC-র সঙ্গে বৈঠকে বসে পুরসভা।

হাওড়া পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “গত বছর বর্ষার সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবারও একই পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা।”  তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।শাসকদলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।

বিহারের বাসিন্দা ওই তরুণী

স্থানীয় সূত্রে খবর, মনীষার বিয়ে নিয়ে পাকা কথা বলতে বিহারে গিয়েছেন মা ও ভাই। সেইসময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বুধবার মৃতের বাড়িতে যান হাওড়া পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

(Source: abplive.com)