পৃথিবীজুড়ে বাড়ছে রোগ, শহরে নজর স্বাস্থ্য শিবিরে; আয়জনে “The Conscience”

পৃথিবীজুড়ে বাড়ছে রোগ, শহরে নজর স্বাস্থ্য শিবিরে; আয়জনে “The Conscience”

নিজস্ব প্রতিবেদন: পৃথিবীজুড়ে দেখা দিয়েছে বিভিন্ন অসুস্থতা। দুবছর মানুষকে ঘরবন্দি করে রেখেছে কোভিড। এখনও শেষ হয়নি তাঁর জের আর এরমধ্যেই দেখা দিয়েছে মাঙ্কিপক্স এবং টমেটো ফ্লু।

এই পরিস্থিতিতে শহরে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হল “দ্য কনসায়েন্স”-এর তরফে। ১৫ মে ২০২২ “দ্য কনসায়েন্স”-এর তরফে আয়োজন করা এই স্বাস্থ্য শিবিরের ছিলেন তিন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার।

চোখের চিকিৎসার জন্য ছিল শঙ্কর নেত্রালয়। তার সঙ্গেই ছিল ডেন্টাল অ্যান্ড জেনারেল মেডিসিন।

১৭০ জনের বেশি রোগী অংশ নেন এই স্বাস্থ্য শিবিরে। এর মধ্যে ৯২ জনের রোগীর প্রয়োজন ছিল চশমা। “দ্য কনসায়েন্স” সবাইকে বিনামূল্যে চশমা দেবে বলেও জানা গেছে।

এছাড়াও ১৫ জন রোগী ছিলেন যাদের চোখের ছানির অস্ত্রোপচার করা প্রয়োজন বলে জানা গেছে। তাদের বিনামূল্যে অপারেশনও স্পনসর করবে শঙ্কর নেত্রালয় এমনটাই জানানো হয়েছে।

ডেন্টাল হাইজিন এবং জেনারেল মেডিসিনের জন্য আসা রোগীদের বিনামূল্যে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, প্যারাসিটামল, মাউথওয়াশ এবং অন্যান্য জিনিস দেওয়া হয়।

(Source: zeenews.com)