নয়াদিল্লি: জামিন তো পেতেই পারেন যে কেউ। অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে এই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার বর্ধমানে তিনি বলেন, ‘এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও জামিন পেয়েছেন। তাঁরাও জেলে গিয়েছিলেন। বিচার দীর্ঘ সময় ধরে চলে। আমরা সবাই জানি, তথ্য এলে তখন যথাসময়ে তাঁর সাজা হবে, এটা তো সবাই জানে। কী রকম দুর্নীতি হয়েছে, তিনি কত সম্পত্তির মালিক, সব বেরিয়ে এসেছে৷ এবার তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত শাস্তি দেবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে৷’
বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডিভিসি-কে দুষছেন। এ বিষয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ১৩ বছরে কী করেছেন বন্যা কমানোর জন্য? বৃষ্টি কমেছে ওনার কপাল ভাল। চাষ করারও দরকার নেই, কেন্দ্র চাল দিচ্ছে। সবাই খেয়ে বেঁচে আছে। উত্তর বাংলায় বন্যা হত। আমরা তার সেই ছবি দেখছি। উনি বন্যা দেখতে গিয়ে সংবাদমাধ্যমে বক্তব্য রেখে চলে আসেন। ওনার দায়িত্ব শেষ। বাকিরা ত্রাণ দেবে, এনজিও দেবে, কেন্দ্রীয় সরকার দেবে৷ ত্রাণের টাকার জন্য টাকা দাবি করবেন, আর সেই টাকা দিয়ে দলের ইলেকশন ফান্ড বানাবেন৷’
বিজেপি নেতা বলেন, ‘এটা কতদিন চলবে, একই ডায়লগ, একই ছবি কতদিন দেখতে হবে? উনি একবার বলবেন আমাদের টাকা চাইনা। আবার বলেন, সাড়ে বারোশো কোটি টাকা খরচা করব। ১৩ বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমরা একটা প্ল্যান বানাবো, এতদিন আপনি কী করছেন? প্রতিশ্রুতি খালি। উনি জানেন এক দুই সপ্তাহ চলবে বন্যা, চলে যাবে। আবার এক বছর ছুটি৷ কেউ কিছু মনে রাখবে না।’
(Feed Source: news18.com)