কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তার প্রথম ক্রোড়পতিকে পেয়ে গেল। কিন্তু সেই ব্যক্তি এক কোটি টাকার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেও পারলেন না ৭ কোটির প্রশ্ন। খেলা থামিয়ে দেন উত্তর না দিয়েই। দেখুন তো আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা।
কী ছিল সেই প্রশ্ন?
এক কোটি টাকা জেতার পর অমিতাভ বচ্চন চান্দের প্রকাশ অর্থাৎ এই সিজনের প্রথম কোটিপতিকে ৭ কোটি টাকার প্রশ্নটি করেন। সেই প্রশ্ন ছিল, ১৫৮৭ সালে উত্তর আমেরিকায় ইংরেজ বাবা মায়ের সন্তান হিসেবে কার নাম নথিভুক্ত করা হয়েছিল? চান্দের এই প্রশ্নের উত্তর জানতেন না। তাঁর সমস্ত লাইফ লাইনও শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন যে ওখানেই খেলা থামিয়ে দেবেন।
খেলা শেষ হওয়ার পর অমিতাভ বচ্চন তাঁকে তাঁর আন্দাজে উত্তরটা দিতে বলেন। চান্দের তখন জবাবে জানান ভার্জিনিয়া ডেয়ার। অর্থাৎ অপশন এ। আর সেটা একেবারেই সঠিক উত্তর ছিল। তিনি যদি সাহসে ভর করে উত্তর দিতেন তাহলে ৭ কোটি টাকা জিততে পারতেন।
কিন্তু ৭ কোটি টাকা অধরা থাকলেও তিনি ১ কোটি টাকা জিতেছেন এদিন। সঙ্গে একটি গাড়িও পেয়েছেন। চান্দের প্রকাশ UPSC ক্র্যাক করার চেষ্টা করছেন। তিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা। তাঁর বয়স মাত্র ২২। কিন্তু এই অল্প বয়সেই তিনি একাধিক শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন সার্জারিও হয়েছে তাঁর বেশ কিছু।
(Feed Source: hindustantimes.com)