ভারতীয় দলে চমক? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের একাদশ?

ভারতীয় দলে চমক? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের একাদশ?

কানপুর: চেন্নাইয়ে প্রথম টেস্টে তিনদিনের সামান্য় কিছু বেশি সময়ে বাংলাদেশকে ২৮০ রানের বিরাট ব্যবধানে চুরমার করেছিল ভারত (India vs Bangladesh)। সিরিজে এগিয়ে গিয়েছিল ১-০ ব্যবধানে।

সাধারণ দস্তুর হল, সব দলই চায় উইনিং কম্বিনেশন ধরে রাখতে। কিন্তু ভারত (Team India) কি উইনিং কম্বিনেশন ভেঙে কানপুরে দ্বিতীয় টেস্টের একাদশে কোনও বদল আনবে? জোরাল সম্ভাবনা রয়েছে।

চেন্নাইয়ে লাল মাটির পিচে খেলা হয়েছিল প্রথম টেস্ট। সেই পিচে বোলারদের জন্য ছিল বাড়তি বাউন্স। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্য়াটিংকে ভেঙেছিলেন ভারতীয় পেসাররাই। তিন পেসার-দুই স্পিনারে দল সাজিয়েছিল ভারত। তিন পেসার হিসাবে খেলেছিলেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও বাংলার আকাশ দীপ। দুই স্পিনার ছিলেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।

তবে কানপুরে যে উইকেটে খেলা হবে, তা কালো মাটির তৈরি। যে পিচে প্রথম দিকে পেসাররা সাহায্য পেলেও ম্যাচ যত গড়াবে, তত মন্থর হবে উইকেট। সাহায্য পাবেন স্পিনাররা। ভারতীয় দল তাই একজন পেসারের সংখ্যা কমিয়ে খেলাতে পারে বাড়তি এক স্পিনার। সেক্ষেত্রে আকাশ দীপের পরিবর্তে দলে আসতে পারেন  কুলদীপ যাদব বা অক্ষর পটেল। অক্ষর আসা মানে ব্যাটিংয়ে গভীরতা বাড়বে। তবে নিজের শহরে কুলদীপকে খেলানোর জোরাল সম্ভাবনাও রয়েছে। দুজনই বৃহস্পতিবার নেটে দীর্ঘক্ষণ বোলিং করেন। আবার কারও কারও মতে, বুমরার সঙ্গে আকাশ দীপকে খেলিয়ে সিরাজের পরিবর্তে একজন বাড়তি স্পিনার খেলানোর কৌশলও নেওয়া হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর পটেল, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ/আকাশ দীপ

অন্যদিকে, বাংলাদেশ তিন স্পিনার খেলালো নাহিদ রানার পরিবর্তে সুযোগ পেতে পারেন তাইজুল ইসলাম। তাতে শাকিব আল হাসানের ওপর চাপও কমবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও তাস্কিন আমেদ।

(Feed Source: abplive.com)