২৭ সেপ্টেম্বর, শুক্রবার মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও জুনিয়র NTR অভিনীত দেবরা পার্ট- ১। আর মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে এই ছবি। আর এই ছবির হাত ধরেই দক্ষিণী ছবির দুনিয়ায় পা রেখেছেন শ্রীদেবী কন্যা। আর জাহ্নবীর বিপরীতেই দেখা গিয়েছে জুনিয়র NTR-কে।
এদিকে দেবরা-১ দেখতে গিয়ে অনেকেই যখন জুনিয়র এনটিআরের সঙ্গে জাহ্নবীর রোম্যান্সে বুঁদ, তখন ঘটল এক অযাচিত ঘটনা। দেবরা দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন জুনিয়র এনটিআরের এক অনুরাগী। মৃতের নাম মাস্তান ভ্য়ালি। তাঁর বয়স মাত্র ৩৫ বছর। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অপ্সরা থিয়েটারে।
ডেকান ক্রনিকলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাস্তান ভ্যালি উৎসাহ নিয়েই অন্যান্য বন্ধুদের দেবরাকে দেখতে গিয়েছিলেন। তিনি ছবিটি বেশ উপভোগই করছিলে, তবে হঠাৎই তিনি থিয়েটার দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। তাঁকে তাঁর বন্ধুরা দ্রুত নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মাস্তান ভ্যালি পরিবারের সদস্যরা।
বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে মাস্তান ভ্যালি থিয়েটারে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। অপ্রত্যাশিত এই ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে শুরুর দিন থেকেই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছেন দেবরা পার্ট ১। মুক্তির ৩ দিনের মাথায় এই ছবি বিশ্বব্যাপী ৩০০ কোটির ঘরে ঢুকে পড়েছে। আর দেশীয় বক্স অফিসে এই ছবির আয় ১৯০ কোটি টাকা। ছবিটি মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৭২ কোটি টাকা আয় করেছিল। ভারতে, দেবরা তার উদ্বোধনী দিনে সমস্ত ভাষায় আয় ছিল ৭৭ কোটি টাকা।
প্রসঙ্গত, ছবির ট্রেলারে দেখা গিয়েছিল, একজন মানুষ সমুদ্রের পাড়ে বসে আছেন। আর উত্তাল সমুদ্রের ঢেউ তাঁর সামনে এসে আছড়ে পড়ছে। তবে ঢেউয়ের রং লাল। তখনই প্রকাশ রাজের কণ্ঠ শোনা যায়। তিনি বলেন এই সমুদ্রের জল নাকি তাঁর জন্যই রক্তাক্ত হয়েছে। তারপর দেখা যায় মাঝ সমুদ্রে থেকে পাচার আটকাতে সে অস্ত্র হাতে জলে দাঁড়িয়ে অপরাধী নিধন করে। এরই মাঝে এক ঝলক জাহ্নবী কাপুর এবং সইফ আলি খানকে দেখা যায়।
এই ছবিতে সইফ আলি খানকে জুনিয়র এনটিআরের বন্ধু হিসেবে দেখা যাবে। সে একজন অত্যন্ত নৃশংস মানুষ। আর জাহ্নবী কাপুর হবেন জুনিয়র এনটিআরের প্রেমিকা। এই ছবিতে অভিনেতাকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে গিয়েছে। গোটা ট্রেলার জুড়েই ছিল ধুন্ধুমার অ্যাকশন আর নাচ।
(Feed Source: hindustantimes.com)