পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩

পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩

পুনে: মহারাষ্ট্রের (Maharashtra) পুনের (Pune) কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় (helicopter Accident) মৃত্যু হল তিনজনের। বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পুনের কাছে অবস্থিত বাভধান বুদরুক গ্রামে। দুর্ঘটনা ঘটার খবর পেয়ে হিনজেওয়াদি পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার ফলে ওই হেলিকপ্টারে থাকা দুজন পাইলট ও একজন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দুটি অ্যাম্বুল্যান্স ও দমকলের চারটি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘন কুয়াশার জেরে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, পুনের অক্সফোর্ড গল্ফ ক্লাবের হেলিপ্যাড থেকে ওড়ার পর পুনের বাভধান বুদরুক গ্রামের কাছে আচমকা ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এর ফলে হেলিকপ্টারে থাকা তিনজন দুর্ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বেসরকারি হেলিকপ্টারটিতে মেরামতির কাজ চলছিল। বুধবার সেটিকে পরীক্ষামূলক ভাবে চালানোর সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সম্পূর্ণ মেরামত না করে কেন সেটিকে আকাশে ওড়ানো হল তা নিয়েও প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘন কুয়াশায় ডেকে গিয়েছিল আকাশ। আচমকা বিকট একটি শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খোঁজ খবর নিতেই জানা যায় কাছেই ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার।

(Feed Source: abplive.com)