আসছে মেডিক্যালের নতুন পিজি কোর্স, পড়ানো হবে মেডিক্যাল কলেজে, গাইডলাইন দিল NMC

আসছে মেডিক্যালের নতুন পিজি কোর্স, পড়ানো হবে মেডিক্যাল কলেজে, গাইডলাইন দিল NMC

মেডিক্যাল কলেজ নিয়ে নয়া গাইডলাইন প্রকাশ করল ন্যাশানাল মেডিক্যাল কমিশন। নতুন পোস্ট গ্র্য়াজুয়েশন কোর্স চালু করতে পারবে মেডিক্যাল কলেজ। তবে এই গাইডলাইন অনুসারে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলিকে সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর তাদের নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হবে। ফি জমা দেওয়া সহ অন্যান্য যে সমস্ত নিয়মকানুন রয়েছে তা মেনে চলতে হবে।

যে সমস্ত কলেজগুলি এই নতুন পোস্টগ্র্যাজুয়েশন কোর্স করাতে চায় যেমন এমডি, এমএস, ডিএম, এমসিএইচ, পিডিএফ, পিডিসিসি, অথবা ৬ বছরের ডিএম-এমসিএইচ প্রোগ্রাম, তাদের প্রথম যেটা করতে হবে সেটা হল তাদের সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে কথা বলতে হবে।

এই আলোচনার একটা বড় লক্ষ্য হল এই কোর্স করার ক্ষেত্রে যে যোগ্য়তামান লাগবে সেটা যেন ঠিকঠাক থাকে। একবার এনিয়ে অনুমোদন মেলার পরে ইনস্টিটিউশনকে নতুন প্রস্তাব জমা দিতে হবে। তার মধ্যে ফি কেমন হবে সেটাও জানাতে হবে।

যে সমস্ত নতুন ক্ষেত্রে ভারতে পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলা হচ্ছে তার মধ্য়ে অন্যতম হল ক্লিনিকাল অ্যালার্জোলজি অ্যান্ড ইমিউনোলজি। ভারতে বর্তমানে কেবলমাত্র পিজি ডিপ্লোমা হয় এই বিষয়ের উপর। বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকাতে এটা নিয়ে এমএসসি বা পিজি ডিপ্লোমা হয়। এই কোর্সে অ্যাসমা, অ্যালার্জিক ব্যাপার সহ নানা বিষয়ের উপর ফোকাস করা হয়।

অপর বিষয়টি হল নিউরো এন্ডোক্রিনোলজি। বর্তমানে ভারতে পিজি ডিপ্লোমা হয় এই বিষয়ের উপর।  বিদেশে এই বিষয়ের উপর এমএসসি ও পিএইচডি হয়। এই কোর্সে নার্ভাস ও এনডোক্রাইন সিস্টেমের উপর ফোকাস করা হয়।

প্যালিয়াটিভ মেডিসিন- এটা ভারতে বর্তমানে পিজি ডিপ্লোমা হয়। ভারতের বাইরে এমডি বা ফেলোশিপ প্রোগ্রাম হয়। এই বিষয়ের মধ্যে পড়ে পেন ম্যানেজমেন্ট, সাইকোলজিকাল সাপোর্টের মতো বিষয়।

নিউরোসাইকোলজি- কিছু ইনস্টিটিউটে এই বিষয়টির উপর পিজি ডিপ্লোমা হয়। বিদেশে এনিয়ে এমএসসি বা পিএইচডি হয়। এই বিষয়ের মধ্য়ে নিউরো সাইকোলজিকাল রিহ্যাবিলিটেশন বিষয়টি পড়ে।

(Feed Source: hindustantimes.com)