বাঙালির গর্বের দিন! ‘ক্লাসিক্যাল ভাষা’র তকমা পেল বাংলা! খুশি মমতা

বাঙালির গর্বের দিন! ‘ক্লাসিক্যাল ভাষা’র তকমা পেল বাংলা! খুশি মমতা

নয়াদিল্লি: বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার অনুমোদন দিল এনডিএ সরকার। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে বাংলা-সহ মোট পাঁচ ভাষাকে ‘ক্লাসিক‍্যাল ল্যাঙ্গুয়েজ’ বা ‘ধ্রুপদী ভাষায়’ উন্নীত করা হয়। কেন্দ্রের সিদ্ধান্তে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এক্স হ‍্যান্ডেলে নিজেই সেকথা জানালেন মুখ‍্যমন্ত্রী।

১২ অক্টোবর ২০০৪ সালে ভারত সরকার “ধ্রুপদী ভাষা” হিসেবে ভাষার একটি নতুন প্রকার সামনে আনেন। প্রথম ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয় তামিল ভাষাকে।

তারপর থেকে যথাক্রমে ২০০৫ সালে সংষ্কৃত, ২০০৮ সালে তেলুগু এবং কানাড়া, ২০১৩ সালে মালায়লম এবং ২০১৪ সালে ওডিয়াকে ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ভূষিত করা হয়। সাহিত্য আকাডেমির অন্তর্গত লিঙ্গুইস্টিক্স এক্সপার্টস কমিটি বাংলা ছাড়াও মারাঠি, পালি, প্রাকৃত এবং অহমিয়া ভাষাকে ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়ার অনুমোদন জানায় চলতি জুলাই মাসে। সেই অনুমোদনেই এদিন শীলমোহর দিল ক্যাবিনেট।

(Feed Source: news18.com)