প্রধানমন্ত্রী মোদী লাওসে দুই দিনের সফরে যাবেন, আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন

প্রধানমন্ত্রী মোদী লাওসে দুই দিনের সফরে যাবেন, আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ থেকে দুদিনের লাওস সফরে যাচ্ছেন। এই সময়ে তিনি 21তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং 19তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস (আসিয়ান) এর বর্তমান চেয়ারম্যান দেশ।

আজকের অন্যান্য বড় খবর…

সেনাসদস্যকে অপহরণ করে সন্ত্রাসীরা, এক জওয়ান পালিয়েছে

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের শাঙ্গাস এলাকায় এক ভারতীয় সেনা জওয়ানকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এক সৈন্য পালাতে সক্ষম হয়। সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ সেনার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। 

(Feed Source: bhaskarhindi.com)