Cyber ​​Law নিয়ে পড়তে চান? এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুর্দান্ত সুযোগ

Cyber ​​Law নিয়ে পড়তে চান? এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুর্দান্ত সুযোগ

পূর্ব বর্ধমান: সাইবার আইন নিয়ে পড়াশোনার করার ইচ্ছে রয়েছে ? তবে তাড়াতাড়ি করুন আবেদন। সাইবার আইন নিয়ে পড়াশোনা করার সুযোগ এবার পূর্ব বর্ধমান জেলার মধ্যেই। সাইবার আইন নিয়ে ডিপ্লোমা করার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উল্লিখিত বিষয়টি পড়ানো হবে। দুটি সেমিস্টারে পড়াশোনা সম্পূর্ণ হবে। স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকেরা এই বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারবেন।

“ডিপ্লোমা ইন সাইবার ল” নামক কোর্সটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লাইফলং লার্নিং বিভাগ এবং অ্যামেক্স ল কলেজ এই দুটি জায়গায় করানো হবে। এক্ষেত্রে সেমিস্টার পিছু কোর্স ফি আলাদা। লাইফলং লার্নিং বিভাগ থেকে যাঁরা ডিপ্লোমা করতে চান, তাঁদের ১২,০০০ টাকা এবং অ্যামেক্স ল কলেজ থেকে যাঁরা ডিপ্লোমা করতে চান, তাঁদের ১৬,০০০ টাকা কোর্স ফি হিসাবে জমা দিতে হবে।

চলতি ইংরেজি মাসের ২৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারবেন। প্রভিশনাল মেরিট লিস্ট চলতি ইংরেজি মাসের ২৭ অক্টোবর প্রকাশিত হবে। প্রকাশিত তালিকা অনুযায়ী, ভর্তি প্রক্রিয়া চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এছাড়াও দ্বিতীয় দফায় ১১ নভেম্বর আরও একটি মেধাতালিকা প্রকাশিত হবে। ওই তালিকা অনুযায়ী, ভর্তি প্রক্রিয়া ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লাইফলং লার্নিং বিভাগে ৩৮ টি শূন্য আসন এবং অ্যামেক্স ল কলেজে ৩০ টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগামী ডিসেম্বর মাস থেকে নির্দিষ্ট বিষয়ের ক্লাস শুরু হবে। স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

বনোয়ারীলাল চৌধুরী

(Feed Source: news18.com)