WhatsApp-এ ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন? দেখে নিন সহজ পদ্ধতি

WhatsApp-এ ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন? দেখে নিন সহজ পদ্ধতি

WhatsApp Tips: দেখে নেওয়া যাক এখন WhatsApp-এ অন্য ইউজার বা গ্রুপের সঙ্গে ভিডিও আর ভয়েস কল লিঙ্ক শেয়ার করতে গেলে কী করতে হয়।

গুগল মিট বা জুম-এ ঠিক যেমনটা হয়ে থাকে, শোনা যাচ্ছে যে এবার WhatsApp-ও সেই পথে হাঁটছে। ব্যাপারটা আর কিছুই নয়, ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে চলেছে মেটা মালিকানাধীন এই সংস্থা, থাকতে চলেছে ব্যাকগ্রাউন্ড বদলানোর সুযোগও, যাতে ইউজারের প্রাইভেসি বিঘ্নিত না হয়, বজায় থাকে পুরোদস্তুর। এর সঙ্গেই গুগল মিট বা জুম-এর মতো আরেকটা ফিচার নিয়েও WhatsApp কাজ করছে বলে শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী দিনে ইউজাররা একেবারে চটজলদি ভিডিও বা ভয়েস কলের লিঙ্ক শেয়ার করতে পারবেন অন্য ইউজার বা গ্রুপের সঙ্গে।

এখানে এই চটজলদি শব্দটায় একটু গুরুত্ব দিতে হবে। কেন না, এই ফিচার, মানে ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক অন্য ইউজারের সঙ্গে বা কোনও গ্রুপে শেয়ার করার সুবিধা কিন্তু বর্তমানে আছেই WhatsApp-এ। তার পরেও নতুন করে বিষয়টা আপগ্রেড কেন করা হচ্ছে, তা অনেককেই ভাবিয়ে তুলবে।

কারণ আর কিছুই নয়। এখন যে পদ্ধতিতে তা করতে হয়, তার জন্য পেরোতে হয় বেশ কয়েকটা ধাপ, যা অনেক ইউজারেরই অজানা। জানা যাচ্ছে, তার বদলে এই সুবিধা এবার এনে দেওয়া হবে অ্যাটাচমেন্ট বার-এ। তাতে ইউজারের এক দিকে যেমন সুবিধা হবে, অন্য দিকে তেমনই সময়ও বাঁচবে।

কারণ আর কিছুই নয়। এখন যে পদ্ধতিতে তা করতে হয়, তার জন্য পেরোতে হয় বেশ কয়েকটা ধাপ, যা অনেক ইউজারেরই অজানা। জানা যাচ্ছে, তার বদলে এই সুবিধা এবার এনে দেওয়া হবে অ্যাটাচমেন্ট বার-এ। তাতে ইউজারের এক দিকে যেমন সুবিধা হবে, অন্য দিকে তেমনই সময়ও বাঁচবে।

– সবার প্রথমে যাকে কল করা দরকার, সেই ইউজারের কনট্যাক্টে গিয়ে চ্যাট উইন্ডো ওপেন করতে হবে। গ্রুপ হলে ওপেন করতে হবে তার চ্যাট উইন্ডো। – এবার কল আইকনে ক্লিক করতে হবে। – নিচে পাওয়া যাবে Create call link। – এবার বেছে নিতে হবে Call type, Plus বাটনে ক্লিক করে।

– ভিডিও না ভয়েস কল, তা বেছে নেওয়ার পরে নিচে সবুজ কল লিঙ্ক এসে যাবে। – এবার সেটা অন্য ইউজার বা গ্রুপে শেয়ার করলেই হল। – শুধু মনে রাখতে হবে, যিনি লিঙ্ক শেয়ার করলেন আর যিনি কলে আসতে চাইছেন, উভয় পক্ষকেই কথা বলার জন্য Join call বাটন ট্যাপ করতে হবে, একমাত্র তার পরেই কল কানেক্টেড হবে।

(Feed Source: news18.com)

WhatsApp-এ ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন? দেখে নিন সহজ পদ্ধতিWhatsApp-এ ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন? দেখে নিন সহজ পদ্ধতি

গুগল মিট বা জুম-এ ঠিক যেমনটা হয়ে থাকে, শোনা যাচ্ছে যে এবার WhatsApp-ও সেই পথে হাঁটছে। ব্যাপারটা আর কিছুই নয়, ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে চলেছে মেটা মালিকানাধীন এই সংস্থা, থাকতে চলেছে ব্যাকগ্রাউন্ড বদলানোর সুযোগও, যাতে ইউজারের প্রাইভেসি বিঘ্নিত না হয়, বজায় থাকে পুরোদস্তুর। এর সঙ্গেই গুগল মিট বা জুম-এর মতো আরেকটা ফিচার নিয়েও WhatsApp কাজ করছে বলে শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী দিনে ইউজাররা একেবারে চটজলদি ভিডিও বা ভয়েস কলের লিঙ্ক শেয়ার করতে পারবেন অন্য ইউজার বা গ্রুপের সঙ্গে।