অনেক বাড়াবাড়ি হয়েছে! কানাডায় ‘অ্যাকশন’ ভারতের, আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

অনেক বাড়াবাড়ি হয়েছে! কানাডায় ‘অ্যাকশন’ ভারতের, আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

ভারত কী করতে পারে, সেটার একটা ‘টিজার’ দেখাল নয়াদিল্লি। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনা নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, সেই আবহে কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কাটছাঁট করার পথে হাঁটল ভারত। সোমবার সন্ধ্যার দিকে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কানাডা থেকে ভারতীয় হাইকমিশনারকে ফিরিয়ে আনা হচ্ছে। সেইসঙ্গে যে ভারতীয় কূটনীতিবিদদের ‘টার্গেট’ করা হয়েছে, তাঁদেরও ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়ে দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। আর নিজেদের রাজনৈতিক ভোটব্যাঙ্কের জন্য জাস্টিন ট্রুডো সরকার যে বাড়াবাড়ি শুরু করেছে, তাতে ভারত যে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ করতে পারে, তা এস জয়শংকররা সাফ জানিয়ে দিয়েছেন।

নেপথ্যে ট্রুডো সরকারের খলিস্তানি ‘প্রেম’

আর সেই পুরো ঘটনার নেপথ্যে আছে ট্রুডো সরকারের খলিস্তানি ‘প্রেম’। নয়াদিল্লির অভিযোগ, নিজের রাজনৈতিক ফায়দা লুটতে খলিস্তানি জঙ্গিদের দাপাদাপি করার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই নয়, গত সেপ্টেম্বরে সংসদে দাঁড়িয়ে ট্রুডো দাবি করেছিলেন, ‘বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে অভিযোগ’ মিলেছে যে নিজ্জরের খুনের ঘটনায় ভারতের যোগ আছে।

সেই অভিযোগের পরে এক বছর কেটে গিয়েছে। নিজের দাবির স্বপক্ষে ভারতকে একটা প্রমাণ দিতে পারেননি ট্রুডো। কিন্তু এবার নির্বাচন চলে আসায় নিজের ভোটব্যাঙ্ককে তোল্লাই দিতে নতুন করে নড়েচড়ে বসেছেন বলে অভিযোগ উঠেছে। নিজ্জরের খুনের ঘটনায় কানাডায় নিযুক্ত হাইকমিশনার এবং কয়েকজন ভারতীয় কূটনীতিবিদকে ‘পারসন অফ ইন্টারেস্ট’ করা হয়েছে। অর্থাৎ তাঁদের কাছে এমন কোনও তথ্য থাকতে পারে, যা জঙ্গির হত্যাকাণ্ডের তদন্তে সাহায্য করতে পারে বলে দাবি করেছে কানাডা।

কড়া প্রতিক্রিয়া ভারতের

আর তাতেই তুমুল ক্ষোভপ্রকাশ করেছে ভারত। দুপুরের দিকে একটা কড়া ভাষায় বিবৃতি জারি করা হয়। ওই বিবৃতিতে যে ভাষার ব্যবহার করেছেন জয়শংকররা, তাতে ট্রুডোদের কান লাল হয়ে যাওয়ার কথা। তবে সেখানেই থেমে থাকেনি ভারত। ভারতে কানাডার যে চার্জেস ডি অ্যাফেয়ার্স আছেন, তাঁকে তলব করে সাউথ ব্লক। তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিবিদদের যেভাবে ‘টার্গেট’ করা হচ্ছে, সেটা কখনও মেনে নেওয়া যায় না।

(Feed Source: hindustantimes.com)