নিজস্ব প্রতিবেদন: ফের দেশের কোভিড গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। বৃহস্পতিবারই প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার সেটা আরও বেড়ে পৌঁছে গেল ১৩ হাজারের কাছাকাছি। দেশের একাধিক রাজ্যের করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। যা গতকালের থেকে সামান্য বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। চিন্তায় রাখছে সে রাজ্যের বেশ কয়েকটি জেলা। রাজধানী দিল্লির অবস্থাও বেশ উদ্বেগের। রাজধানীতে গত ১০ দিনে ৭ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
#COVID19 | India reports 12,847 new cases, 14 deaths & 7,985 recoveries, in the last 24 hours.
Active cases 63,063
Daily positivity rate 2.47% pic.twitter.com/C6pPVVarcW— ANI (@ANI) June 17, 2022
দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৬৩ হাজার ৬৩ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৮৪৮ জন বেশি। দেশে অ্যাক্টিভ কেস বর্তমানে ০.১৫ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে হয়েছে প্রায় আড়াই শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।
এদিকে দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষা নিয়ে নতুন বিধি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। করোনা সংক্রমণ নিয়ে ১৩ জুন বৈঠক করে বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার নবান্নের তরফে জানানো হয়, হাসপাতালে সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হলে করোনা পরীক্ষা জরুরি অর্থাৎ এই উপসর্গগুলি থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪ এর নিচে থাকলে, জরুরি করোনা পরীক্ষা। গলা, নাক, শ্বাসযন্ত্রের অপারেশনের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
(Source: zeenews.com)