ঝাড়খণ্ডের ৮১ আসনে দু দফায় ভোট, কবে ফল ঘোষণা? জানিয়ে দিল নির্বাচন কমিশন

ঝাড়খণ্ডের ৮১ আসনে দু দফায় ভোট, কবে ফল ঘোষণা? জানিয়ে দিল নির্বাচন কমিশন

আগামী ১৩ এবং ২০ নভেম্বর দু দফায় বিধানসভা নির্বাচন হবে ঝাড়খণ্ডে৷ ভোটের ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর৷ মহারাষ্ট্রের ২৮৮ আসনে এক দফায় ভোট গ্রহণ করালেও ঝাড়খণ্ডের ৮১টি আসনে দু দফায় ভোট গ্রহণের ঘোষণা করল নির্বাচন কমিশন৷

মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, যেহেতু ঝাড়খণ্ডে নকশাল উপদ্রুত এলাকা রয়েছে, সেই কারণেই সেখানে দু দফায় ভোট করানো হচ্ছে৷ তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০১৯ সালে ঝাড়খণ্ডে পাঁচ দফায় বিধানসভা ভোট হয়েছিল৷

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে জেএমএম নেতা হেমন্ত সোরেনকে৷ জামিন পেয়ে তিনি অস্থায়ী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে সরিয়ে দিয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেই বিজেপিতে যোগ দিয়েছেন চম্পাই৷ এবার ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে বিজেপির বড় ভরসা চম্পাই সোরেন৷

তবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, দুই রাজ্যের ভোটারদের কাছেই বুথে গিয়ে ভোটদানের জন্য অনুরোধ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার৷ কারণ সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে বিশেষত শহরাঞ্চলগুলিতে ভোটদানের হার উদ্বেগজনক ভাবে কমেছে৷

(Feed Source: news18.com)