বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ, দেখে নিন শর্তাবলী

বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ, দেখে নিন শর্তাবলী

#নয়াদিল্লি: সম্প্রতি রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্ট্রিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ডের (Rajasthan Subordinate & Ministerial Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফিজিক্যাল এডুকেশন শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্ট্রিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

RSMSSB Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ জুন থেকে। প্রার্থীদের আগামী ২২ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীদের ২৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখে নির্বাচনী পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

RSMSSB Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৫৫৪৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
নন-টিএসপি অঞ্চল- ৪৮৯৯টি পদ
টিএসপি অঞ্চল- ৬৪৭টি পদ

সম্পূর্ণ নোটিশের লিঙ্ক- https://rsmssb.rajasthan.gov.in/Static/files/PTI_2022_Recruit_Adv_16062022.pdfhttps://rsmssb.rajasthan.gov.in/Static/files/PTI_2022_Recruit_Adv_16062022.pdf

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)

সংস্থা: রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্ট্রিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ড (Rajasthan Subordinate & Ministerial Services Selection Board)

পদের নাম শিক্ষক
শূন্যপদের সংখ্যা ৫৫৪৬
কাজের স্থান রাজস্থান
কাজের ধরন সরকারি
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ ২৩.০৬.২০২২
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ২২.০৭.২০২২

RSMSSB Recruitment 2022: আবেদনের যোগ্যতা

উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণী বা সমমানের যোগ্যতায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের সি.পি.এডি/ ডি.পি.এডি/ বি.পি.এড ডিগ্রি থাকতে হবে।

RSMSSB Recruitment 2022: বয়সসীমা

১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়

RSMSSB Recruitment 2022: আবেদন পদ্ধতি

RSMSSB-এর অফিসিয়াল ওয়েবসাইটে rsmssb.rajasthan.gov.in যেতে হবে
‘Apply Online’ অপশনে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন করতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে
আবেদন ফি জমা দিতে হবে
আবেদনপত্র জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন

RSMSSB Recruitment 2022: আবেদন ফি

আবেদন ফি ৪৫০ টাকা। সংরক্ষিত বিভাগের জন্য ফি-তে ছাড় দেওয়া হয়েছে।

Published by:Rukmini Mazumder

(Source: news18.com)