মোবাইল ফোনকে কেন্দ্র করে এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল রাজস্থানের কোটায়৷
প্রতীকী ছবি৷
কোটা: মোবাইল এখন প্রায় প্রত্যেকের কাছেই জীবনের অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে উঠেছে৷ কিছুক্ষণ বাদে বাদেই মোবাইলের স্ক্রিনে চোখ রাখা অথবা মোবাইল ঘেঁটে দেখাটাই যেন অভ্যাসে পরিণত হয়েছে আমাদের৷ এই মোবাইলই অনেক পরিবারের মধ্যে অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ চিড় ধরছে সম্পর্কে৷
মোবাইল ফোনকে কেন্দ্র করে এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল রাজস্থানের কোটায়৷ মোবাইল ফোন নিয়ে গান শোনার কারণে বাবাকে কুঠার দিয়ে কোপাল ছেলে৷ অথচ ওই মোবাইলটি ছেলেকে কিনে দিয়েছিলেন আক্রান্ত ব্যক্তি নিজেই৷
আহত ওই ব্যক্তির নাম মঙ্গিলাল৷ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি৷ পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে মঙ্গিলাল নিজেই ছেলেকে ওই স্মার্টফোনটি কিনে দেন৷ কিন্তু যখনই মঙ্গিলাল ফোন নিয়ে গান শুনতেন, বাবার উপরে রেগে যেত তাঁর ছেলে রাকেশ৷ এ দিন মঙ্গিলাল যখন মোবাইল নিয়ে গান শুনছিলেন, তখন আচমকাই কুঠার দিয়ে বাবার মাথায় আঘাত করে রাকেশ৷
হামলার জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মঙ্গিলাল৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বিপদ বুঝে পালিয়ে যায় মঙ্গিলালের ছেলে রাকেশ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷