করওয়া চৌথের ঠিক আগেই এসেছে সুখবর। প্রাক্তন বিগ বস বিজেতা প্রিন্স নারুলা এবং তাঁর স্ত্রী যুবিকা চৌধুরীর ঘরে এসেছে তাঁদের প্রথম সন্তান। এখন প্রশ্ন ছেলে হল নাকি মেয়ে? জানা যাচ্ছে শুভদিনে এই তারকা দম্পতির বাড়িতে লক্ষ্মী এসেছে। ২০ অক্টোবর, রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অন্তঃসত্ত্বা যুবিকার সঙ্গে নিজের একটা ছবি দিয়ে প্রিন্স নারুলা লেখেন, ‘মেয়ে হয়েছে।’
এই দম্পতির ঘনিষ্ঠ সূত্রে খবর, শনিবার সন্ধ্যেয় কন্যা সন্তানের জন্ম দেন যুবিকা চৌধুরী। প্রিন্সের বাবা জোগিন্দর নারুলা পরিবারের আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা আশীর্বাদধন্য এবং খুশি।’ প্রসঙ্গত ৪১ বছর বয়সে IVF-এর সাহায্য নিয়ে এই মাতৃত্বের সাধ পেয়েছেন যুবিকা।
এর আগে এক সাক্ষাৎকারে, যুবিকা জীবনের এই নতুন অধ্যায়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বলেছিলেন, ‘আমরা দুজনেই এই নতুন দায়িত্ব নিতে প্রস্তুত এবং জীবনের এই সুন্দর পর্বটি উপভোগ করার জন্য উৎসাহী।’ তবে মা হওয়ার জন্য IVF-এর সাহায্য নেওয়ার বিষয়ে যুবিকা বলেন, ‘আমি চেয়েছিলাম প্রিন্সের ক্যারিয়ার ভালভাবে প্রতিষ্ঠিত হোক এবং তারপর আমরা পরিবার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাব। তবে আমি বুঝতে পেরেছিলাম যে সময়ের সঙ্গে, আপনার শরীর এবং বয়স অনেক কিছু সমর্থন করে না। তখন আমি প্রিন্সের সঙ্গে আলোচনা করে IVF এর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিই।’
প্রসঙ্গত, বিগ বস, স্প্লিটসভিলা এবং রোডিজের মতো জনপ্রিয় রিয়েলিটি শোতে দেখা গিয়েছে প্রিন্স নারুলাকে। শুধু তাই নয়, এই ৩টি শো-ই তিনি জিতেছিলেন। অন্যদিকে যুবিকা চৌধুরী হলেন অভিনেত্রী। বলিউডে বেশ কয়েকটি ছবিতে কাজ করে পরিচিতি পেয়েছেন তিনি। বিশেষত শাহরুখ খানের ওম শান্তি ওম ছবিতেও দেখা গিয়েছিল যুবিকাকে। বিগ বস ৯-এ যোগ দিয়ে একে অপরের প্রেমে পড়েন প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরী। পরে তাঁদের সম্পর্ক রিয়েলিটি শো-র ঘর থেকে বেরিয়ে আরও মজবুত হয়। পরে নাচ বালিয়ে ৯-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নেন তাঁরা। একসঙ্গে সেটিও জিতেছিলেন।
চলতি বছরের জুনে অনুরাগীদের বাবা-মা হওয়ার সুখবর দেন প্রিন্স ও যুবিকা। একটু অন্যরকম কায়দায় সকলকে এই খবর জানিয়েছিলেন তাঁরা। নিজের বড় লাল গাড়ির পাশে একটা খেলনা লাল গাড়ির ছবি পোস্ট করেছিলেন। ঠিক তার পরের ছবিতে তাঁকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে নারুলা লেখেন, ‘খুব জলদি বেবি আসছে’। এরপর স্ত্রী যুবিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘সেরা উপহার’ পেতে চলেছি।
এদিকে প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরীর বাবা-মা হওয়ার খবরে তারকা দম্পতিকে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা।
(Feed Source: hindustantimes.com)