Knowledge Story :স্বাধীনতার পরেও বেশ কিছু বছর বদলায়নি পড়শি দেশের নোট! কেন? জানলে অবাক হবেন

Knowledge Story :স্বাধীনতার পরেও বেশ কিছু বছর বদলায়নি পড়শি দেশের নোট! কেন? জানলে অবাক হবেন

সময়টা ১৯৪৭ সাল, উত্তাল সময় স্বাধীন হয়েছিল দুটি দেশ। ভারত এবং পাকিস্তান। ভারতীয় উপমহাদেশ থেকে নতুন দুটি দেশের জন্ম হলেও সদ্য স্বাধীন হওয়া দুটি দেশের কাছেই অর্থনীতি, রাজনীতি, সামরিক-সহ একাধিক রাষ্ট্রীয় পরিকাঠামো ছিল না।

নয়াদিল্লি: সময়টা ১৯৪৭ সাল, উত্তাল সময় স্বাধীন হয়েছিল দুটি দেশ। ভারত এবং পাকিস্তান। ভারতীয় উপমহাদেশ থেকে নতুন দুটি দেশের জন্ম হলেও সদ্য স্বাধীন হওয়া দুটি দেশের কাছেই অর্থনীতি, রাজনীতি, সামরিক-সহ একাধিক রাষ্ট্রীয় পরিকাঠামো ছিল না।

বিশেষ করে পাকিস্তান ভারতের থেকে সাহায্য চায়। খালি হাতে ফেরায় নি ভারত। আজকে ফিরে দেখা যাক সেই ইতিহাস। পড়শি দেশ পাকিস্তান ভারতের কাছে অনুমতি চায় মুদ্রা ব্যবহারের। অনুমতি দেওয়া হয়। আংশিক সময়ের জন্য দুই দেশের মুদ্রা একই হয়ে দাঁড়ায়। শুধু পাকিস্তানি নোটের উপর লেখা থাকত ‘গভর্নমেন্ট অফ পাকিস্তান’। দেশভাগের পরেও প্রায় এক বছর এই নোট পাকিস্তানে ব্যবহার হয়েছিল। দেশভাগের পর ১৯৪৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ভারতীয় নোটের উপর মূলত ইংরাজি হরফে ‘গভর্নমেন্ট অফ পাকিস্তান’ এবং উর্দুতে ‘হুকুম-ৎ-পাকিস্তান’ লেখা নোট পাকিস্তানে আইনত গ্রাহ্য ছিল।

দেশ স্বাধীন হওয়ার সময় ভারতের রিজার্ভ ব্যাঙ্কের অস্তিত্ব ছিল না। তখন দুই দেশের অর্থনীতি এবং মুদ্রার যাবতীয় দেখভাল করত সেন্ট্রাল ব্যাঙ্ক। সিডি দেশমুখ ছিলেন সেই সময় ওই সংস্থার মুখ্য উপদেষ্টা। ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম প্রতিষ্ঠিত হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

তার কিছু মাস আগেই প্রতিষ্ঠিত হয় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান, সময়টা ওই ১ জুলাই ১৯৪৮। এরপরেই নিজেদের মুদ্রা বানাতে শুরু করে পড়শি দেশ পাকিস্তান।

(Feed Source: news18.com)