অর্ণব মুখোপাধ্যায়, পুরী: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। ত্রস্ত সৈকত শহর পুরী। ওড়িশার উপকূলবর্তী ১৪টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। হাইঅ্যআলার্ট রয়েছে শ্রীক্ষেত্রে। তার প্রভাব পড়তে শুরু করেছে পুরীতে। চলছে বৃষ্টি। সমুদ্র উত্তাল, ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র সৈকত পর্যটকশূন্য। দোকানপাট খোলেনি। সমুদ্র তটে লাগানো হাইমাস্ট আলোগুলিকে নামিয়ে আনা হয়েছে।
পুরীতে গতকাল থেকেই শুরু হয়েছে হোটেল, লজ ফাঁকা করার কাজ। ট্রেন বাতিল হওয়ায় বেশ কিছু পর্যটক পুরীতে আটকে পড়েছেন। তাঁরা যে সমস্ত হোটেল বা লজে রয়েছেন, সেখানে সমুদ্রমুখী ঘর ছেড়ে পিছনের দিকের ঘরগুলিতে চলে যেতে বলা হয়েছে। ঘূ্র্ণিঝড় আছড়ে পড়ার আগে, পুরীকে কার্যত পর্যটক শূন্য করার কাজ চলছে জোর কদমে। ট্রেন বাতিলের জেরে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু পর্যটক।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশার উপকূলবর্তী এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন উপকূলবর্তী ১৪টি জেলায় তার প্রভাব পড়তে পারে। এই আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ভিন্ রাজ্য থেকে ঘুরতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের অনেকেই ইতিমধ্যে পুরী ছেড়েছেন। আবার অনেকে আটকেও পড়েছেন। ওড়িশায় বাতিল করা হয়েছে বহু ট্রেন। একের পর এক ট্রেন বাতিল হওয়ায় ফিরতে গিয়ে সমস্যায় পড়ছেন পর্যটকরা।
যাঁরা বাড়ি ফিরতে পারছেন না, পুরীর অনেক হোটেলেই সেই সব পর্যটকদের ভুবনেশ্বরের হোটেল বা লজে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ওড়িশার উপকূলবর্তী ১৪টি জেলায় সমস্ত সকুল বন্ধ রাখা হয়েছে। পুরীতে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আজ মধ্যরাত থেকে কাল ভোরের মধ্যে ওড়িশায় ল্যান্ডফল হতে চলেছে। ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।
(Feed Source: abplive.com)