কেন্দ্রের এই সংস্থায় শুরু ৪০০০ পদে নিয়োগ! মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

কেন্দ্রের এই সংস্থায় শুরু ৪০০০ পদে নিয়োগ! মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

नई दिल्ली : YIL Apprentice Recruitment 2024: ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা যন্ত্র ইন্ডিয়া লিমিটেড আইটিআই এবং নন-আইটিআই শিক্ষানবিশ পদে নিয়োগ করেছে। এর উদ্দেশ্য ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্কিল ইন্ডিয়ার প্রচার করা। সারা দেশে ছড়িয়ে থাকা ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরির জন্য এই নিয়োগ করা হচ্ছে। 

মোট শূন্যপদ

মোট শূন্যপদ রয়েছে ৪০৩৯টি। 

  • নন-আইটিআই-এর ১৪৬৩টি
  • আইটিআই পাশ প্রার্থীদের জন্য ২৫৭৬টি শূন্যপদ রয়েছে। 

আবেদন শুরুর ও শেষের তারিখ

  • ট্রেড অ্যাপ্রেন্টিসের ৫৮তম ব্যাচের অনলাইন আবেদনের জন্য  ২১ অক্টোবর ২০২৪ থেকে পোর্টাল খোলা হয়েছে। যারা ইতিমধ্যে apprenticeshipindia.gov.in আবেদন করেছেন তাদেরও recruit-gov.com গিয়ে আবেদন করতে হবে (Yantra India Limited Recruitment 2024)। 
  • আবেদনের শেষ তারিখ ২১ নভেম্বর ২০২৪।

বয়স সীমা

  • ন্যূনতম বয়স সীমা ১৪ বছর। 
  • ঝুঁকি রয়েছে এমন দফতরের কাজের জন্য ন্যূনতম বয়স সীমা ১৮ বছর। 
  • অন্যদিকে সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর।

যোগ্যতা

  • ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে।
  • দশম শ্রেণিতে অঙ্ক ও বিজ্ঞানে ৪০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
  • অথবা আইটিআই পাশ হতে হবে। দশম ও আইটিআই-তে ৫০ শতাংশ মোট নম্বর থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন – NICL Recruitment 2024: ন্যাশনাল ইনসুরেন্সে সহকারী পদে নিয়োগ, ৫০ হাজার পর্যন্ত বেতন! কত শূন্যপদ?

বেতন বা স্টাইপেন্ড

  • নন-আইটিআই শিক্ষানবিশদের জন্য – ৬০০০ টাকা
  • আইটিআই পাশ শিক্ষানবিশদের জন্য – ৭০০০ টাকা

আবেদনের খরচ

  • অসংরক্ষিত শ্রেণি ও ওবিসি তালিকাভুক্তদের জন্য- ২০০ টাকা
  • এসসি, এসটি, মহিলা প্রার্থীদের জন্য – ১০০ টাকা

নির্বাচনের পদ্ধতি

এই শিক্ষানবিশ নিয়োগের ক্ষেত্রে কোনও পরীক্ষা নেই। নন-আইটিআই বিভাগে বাছাই হবে দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অন্যদিকে আইটিআই পাশ বিভাগে বাছাই হবে দশম শ্রেণি ও আইটিআই-তে প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে যান।
  • এবারে নিজের প্রাথমিক তথ্য নির্দিষ্ট স্থানে দিয়ে ফর্মটি পূরণ করুন।
  • মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি সাইটে দিয়ে ফোন নম্বর যাচাই করে নিন।
  • এরপর ইমেলে পাওয়া ওটিপি  দিয়ে একই পদ্ধতিতে ইমেল আইডি যাচাই করে নিন।
  • এবারে আপনার মেল আইডি-তে লগইন ডিটেলস পাঠিয়ে দেবে সাইট। যার অর্থ আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে।
  • এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে।
  • পরের ধাপে আবেদন ফর্মটি পূরণ করুন।
  • পরবর্তী ধাপে গিয়ে আপনার ছবি, সই, ও প্রয়োজনীয় নথির একটি স্ক্যানড কপি আপলোড করুন।
  • ফাইনাল সাবমিট করার আগে একবার তথ্যগুলি সঠিক দিয়েছেন কিনা যাচাই করে নিন।
  • পরের ধাপে আবেদনের ফি জমা দেওয়ার পেজ আসবে। সেখানে গিয়ে অনলাইন পেমেন্ট করে ফি মেটাতে হবে।
  • ফর্মের একটি প্রিন্ট আউট করে রেখে দিন। ভবিষ্যতে এটি কাজে লাগতে পারে।

(Feed Source: hindustantimes.com)