Nupur Sharma: বুকে যোগীর ট্যাটু, মুখে ‘গুণগান’, নূপুর শর্মা বিতর্কের মাঝে মুসলিম যুবকের অবাক কাণ্ড

Nupur Sharma: বুকে যোগীর ট্যাটু, মুখে ‘গুণগান’, নূপুর শর্মা বিতর্কের মাঝে মুসলিম যুবকের অবাক কাণ্ড

 

নিজস্ব প্রতিবেদন: পয়গম্বর মহম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য। যার জেরে বিদেশে সমালোচনার মুখে পড়ছে ভারত সরকার। দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে অশান্তি। অবরোধ, ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে অন্যচিত্র দেখা গেল উত্তরপ্রদেশের মইনপুরির ফারুকাবাদে। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি বুকে আঁকালেন মুসলিম যুবক।

জানা গিয়েছে, বছর ২৩-এর ওই যুবকের নাম ইয়ামিন সিদ্দিকি। উত্তরপ্রদেশের ফারুক্কাবাদ এবং মইনপুরির সীমানার একটা ছোট গ্রামে তিনি থাকেন। তাঁর মতে, “যোদী আদিত্যনাথ আমার অনুপ্রেরণা। ৫ জুন ছিল তাঁর জন্মদিন। সেদিন নিজের অনুপ্রেরণাকে এই ছোট্ট উপহারটা আমি দিয়েছি।” 

নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে দেশজুড়ে যখন বিক্ষোভ চলছে, তখন এই কাণ্ড ঘটিয়েছেন ইয়ামিন। তিনি জানান, কাছের মানুষদের থেকে বহু হুমকি পেয়েছেন। কিন্তু এরপরেও ইয়ামিন অনড়। তাঁর আশা, একবার কাছ থেকে যোগী আদিত্যনাথকে দেখবেন। সমালোচকরা অসাম্যের কথা বললেও ইয়ামিনের মতে, “উত্তরপ্রদেশকে বদলে দিয়েছেন যোগী। তিনি হিন্দু-মুসলিমের ভেদাভেদ দূর করেছেন। সকলে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন।” যদিও জ্ঞানবাপি মসজিদের মতো বিতর্কে মুখ খুলতে চানি ইয়ামিন।

 

(Source: zeenews.com)