হঠাৎই বিতর্ক বাড়ালেন মনু ভাকের। ভারতীয় এই শ্যুটারের অনবদ্য পারফরমেন্স দেখা গেছিল প্যারিস অলিম্পিক্সে। দেশকে প্রথম পদক এবারে এনে দিয়েছিলেন মনু ভাকেরই। গতবারই টোকিয়ো অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন নিয়ে গেছিলেন, কিন্তু বাধ সেঁধেছিল তাঁর পিস্তলটি। কারণ প্রতিদ্বন্দিতা করার সেই অস্ত্রেই ত্রুটির জন্য তিনি সেবার নজর কাড়তে পারেননি, তবে এবার স্বপ্নপূরণ হয় তাঁর।
কয়েক বছর আগেই হেরা ফেরি সিনেমার এক ডায়লগ খুব জনপ্রিয় হয়েছিল, ‘দেনেওয়ালা যাবভি দেতা, দেতা ছাপ্পার ফারকে’। অর্থাৎ যে সত্যিকারের দেওয়ার লোক মানে ইষ্টদেলবতা, তিনি যখন দেবেন বলে মনে করেন তখন তিনি ভরিয়েই দেন। মনু ভাকেরের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য ছিল। কারণ গতবার যেখানে খালি হাতে মুখ শুকনো করে তাঁকে ফিরতে হয়েছিল, তখনই তিনি এবারে ফিরেছেন জোড়া পদক নিয়ে।
জোড়া পদক জেতেন মনু ভাকের-
এবারের প্যারিস অলিম্পিক্সে প্রথমে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের পর মিক্সড ইভেন্টেও সরবজ্যোৎ সিংকে সঙ্গী করে ব্রোঞ্জ পদক দেশকে এনে দেন মনু। বয়সে অনেকের থেকে ছোট হলেও, পিস্তল হাতে তাঁর নিখুঁত শ্যুটিং এবং দৃঢ়তার কাছে হার মানেন অনেক তাবর তাবর প্রতিযোগিরা। আরও একটি ইভেন্টেও চতুর্থ হন তিনি, নাহলে পদকের হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন ভারতীয় এই মহিলা শ্যুটার।
বহু স্পন্সর পেয়েছেন পদক জয়ের সুবাদে-
দেশকে জোড়া পদক এনে দেওয়ার পর থেকেই লক্ষ্মীলাভের মুখ দেখেছেন হরিয়ানার এই সুন্দরী। একাধিক ম্যাগাজিনে তাঁর ছবি যেমন বেরিয়েছে, তেমনই তাঁকে মডেলিং করতেও দেখা গেছে শোতে। এছাড়াও একগুচ্ছ সংস্থার হয়ে বিজ্ঞাপন করতে দেখা গেছে। বলা যায়, কয়েক মাসেরই কোটিপতি হয়ে গেছেন তিনি। অবশ্যই সেটা সৎ পথে এবং দেশকে গৌরবান্বীত করে, তা বলার অপেক্ষা রাখে না।
মনু ভাকেরের অদ্ভুত পোস্ট-
এরই মধ্যে হঠাৎ করেই সোশাল মিডিয়ায় এমন একটি পোস্ট করলেন মনু ভাকের, যা দেখে অনেকেই বিচলিত। সম্প্রতি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য নাম প্রস্তাব করা শুরু হয়েছে। এরই মধ্যে মনু ভাকের নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে একটি পোস্ট করে লিখলেন, ‘আমায় একটা কথা বলো, আমি কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাওয়ার যোগ্য? ’। যদিও এরপর সেই পোস্ট তিনি ডিলিট করে দেওয়ায় অনেকে মনে করছেন, তার প্রোফাইল হয়ত হ্যাক হয়েছিল।
মনুর এই পোস্টের নেপথ্য কারণ কি?
মনু ভাকের এই পোস্টের পরই জোর জল্পনা শুরু হয়ে যায়, ব্যাপক ট্রোলিংয়েরও শিকার হন তিনি। অনেকে যেমন মনে করছে একটু বেশিই উচ্চাকাঙ্খায় ভুগছেন মনু ভাকের। এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব নয়, তাই তাঁকে ট্রোলিং করছেন। যদিও হিন্দুস্তান টাইমস বাংলার সূত্র অনুযায়ী, তাঁর কাছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাওয়ার বিষয়ে খবর গেছে। অর্থাৎ তাঁর নাম মনোনিত করা হতে চলেছে, এই খবর পেয়েছেন তিনি। কিন্তু শিলমোহর না পড়ার আগে সেই খবর প্রকাশ করে ফেলাতেই তিনি সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন।
(Feed Source: hindustantimes.com)