পাকাপাকি ভাবে লন্ডন পাড়ি দেওয়ার আগে হার্ড রক ক্যাফেতে সাহানার গানের অনুষ্ঠান

পাকাপাকি ভাবে লন্ডন পাড়ি দেওয়ার আগে হার্ড রক ক্যাফেতে সাহানার গানের অনুষ্ঠান

#কলকাতা: কলকাতার হার্ড রক ক্যাফেতে শুরু হচ্ছে বাংলা গানের আসর। এই প্রথম বার। তারই উদবোধন করছেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী। আগামী রবিবার, ১৯ জুন, রাত ৮টা থেকে আসর বসবে বাংলা গানের। টিকিট বিক্রি হচ্ছে অনলাইনেও।

নিউজ18 বাংলাকে সাহানাকে বললেন, ”বিভিন্ন বাংলা গান গাইব। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে, লালনের গান, ভবা পাগলার গান। তা ছাড়া দ্বিজেন্দ্রলাল রায়ের গানও থাকবে প্লে লিস্টে। মোট ২ ঘণ্টার অনুষ্ঠান হবে। ১৫-১৬টি গান গাইব।’

হার্ড রক ক্যাফেতে ৬০০ জন দর্শক বসতে পারেন। কিন্তু নজরুল মঞ্চে কৃষ্ণকুমার কুন্নত ওরফে গায়ক কেকে-র ঘটনার পর অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হয়েছে। ৬০০-র জায়গায় আপাতত ২০০ থেকে ২৫০ জনের বেশি কেউ বসতে পারবেন না।

সাহানার সঙ্গে বাদ্য়যন্ত্রে থাকছেন গৌরব চট্টোপাধ্যায়, শুভাগত সিনহা, সম্রাট মুখোপাধ্যায়, সানি ভট্টাচার্য এবং সৌপ্তিক মজুমদার।

সাহানার কথায়, ”কেকে-র মৃত্যুর পর প্রথম লাইভ শো করছি। অস্বস্তি তো একটু হচ্ছেই। কিন্তু কেকে-র মতো অত মানুষ আমার অনুষ্ঠানে আসবেন না জানি। তাই খানিক স্বস্তি আর কি।”

প্রসঙ্গত অগস্টের শেষে আরও একটি গানের অনুষ্ঠান করবেন সাহানা। একক শো। তার পরেই পাকাপাকি ভাবে লন্ডন চলে যাবেন স্বামী রিচার্ড এবং মেয়ে রোহিনীকে নিয়ে। গবেষণা শেষ করে চাকরিতে যোগ দিতে হবে তাঁকে। শান্তিনিকেতনের বাড়ি ফাঁকা রেখে বিদেশ পাড়ি দেবেন গায়িকা। যদিও ছুটি পেলেই ভারতের টিকিট কেটে ফেলবেন বলে জানালেন। এবং গানের অনুষ্ঠানের সুযোগ এলেও দেশে এসে গান গেয়ে যাবেন সাহানা।

Published by:Teesta Barman

(Source: news18.com)