PoK Rape Victim: ‘সন্তানদের নিয়ে খুন হতে পারি, আশ্রয় দিন’, মোদীর কাছে আর্তি PoK-র নির্যাতিতার

PoK Rape Victim: 'সন্তানদের নিয়ে খুন হতে পারি, আশ্রয় দিন', মোদীর কাছে আর্তি PoK-র নির্যাতিতার

নিজস্ব প্রতিবেদন: গণধর্ষণের শিকার হয়েছেন। তার উপরে সন্তানদের নিয়ে প্রাণনাশের হুমকি পেতে হচ্ছে নিয়মিত। এরকম এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চাইলেন পাক অধিকৃত কাশ্মীরের এক মহিলা। এক ভিডিয়ো বার্তায় ভারতে আশ্রয় ও নিরাপত্তা চাইলেন অসহায় ওই মহিলা।

টুইটারে এক ভিডিয়ো পোস্ট করে ওই মহিলার করুণ আর্তি,’ আমি গণ ধর্ষণের শিকার। গত ৭ বছর ধরে ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই করছি। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের সরকারের কাছে থেকে সেই সাহায্য আমি পাচ্ছি না।’

নির্যাতিতা ওই মহিলার আবেদন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার প্রার্থনা আমাকে ভারতে আশ্রয় দিন। আমার সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পুলিস কিংবা এলাকার নেতা চৌধুরী তারিক ফারুক যে কোনও মুহূর্তে আমাকে খুন করতে পারেন। আশা করি প্রধানমন্ত্রী মোদী আমাকে আশ্রয় দিয়ে আমাকে বাঁচাবেন।’

২০১৫ সালের নক্কারজনক ঘটনার পর ন্যায়বিচার পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ওই গৃহবধূ। তিনি জানিয়েছেন, হারুন রশিদ, মানুন রশিদ, জামিল সাফি নামের লোকজন ওই ঘটনার সঙ্গে জড়িত। আপনি আমাকে বাঁচান।

(Source: zeenews.india.com)