আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে জেইই (মেন) পরীক্ষা হবে। সেজন্য আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তারপর আগামী বছরের গোড়ার দিকে ইংরেজি, বাংলা-সহ ১৩টি ভাষায় পরীক্ষা হবে। আর তারপর আগামী ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে।
JEE Main পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখের তালিকা
১) আবেদনের সময়সীমা: ২৮ অক্টোবর থেকে ২২ নভেম্বর (রাত ৯ টা পর্যন্ত)।
২) অনলাইনে ফি দেওয়ার শেষ তারিখ: ২২ নভেম্বর (রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত)।
৩) পরীক্ষার শহরের ঘোষণা: ২০২৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।
৪) অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়: যেদিন পরীক্ষা পড়বে, তার ৩ দিন আগে ডাউনলোড করা যাবে।
৫) পরীক্ষার সূচি: ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি।
৬) ফলপ্রকাশের সময়: ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারির মধ্যে।
JEE Main পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন
১) প্রথম পেপার (B.E/B.Tech): অঙ্ক, ফিজিক্স এবং কেমিস্ট্রি আছে। তিনটি বিষয়েই দুটি সেকশন থাকবে – ‘সেকশন এ’ এবং ‘সেকশন বি’। প্রতিটি বিষয়ের ‘সেকশন এ’-তে ২০ নম্বর থাকবে। আর পাঁচ নম্বর থাকবে ‘সেকশন বি’-তে । সবমিলিয়ে প্রতিটি বিষয়ে ২৫ নম্বর থাকবে। আর প্রথম পেপারে থাকবে ৭৫ নম্বর।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। আর দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে।
২) 2A পেপার (B.Arch): তিনটি বিষয় আছে – অঙ্ক (পার্ট ওয়ান), অ্যাপটিটিউড টেস্ট (পার্ট টু) এবং ড্রয়িং টেস্ট (পার্ট থ্রি)। অঙ্কের ‘সেকশন এ’-তে ২০ নম্বর এবং ‘সেকশন বি’-তে পাঁচ নম্বর আছে। ৫০ নম্বর থাকবে অ্যাপটিউড টেস্টে (পার্ট টু)। ড্রয়িং টেস্টে (পার্ট থ্রি) দু’নম্বর থাকবে। মোট নম্বর হল ৭৭। দুটি শিফটে পরীক্ষা হবে – প্রথম শিফট (সকাল ৯ টা থেকে বেলা ১২ টা) এবং দ্বিতীয় শিফট (দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা)। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, অঙ্ক (পার্ট ওয়ান) এবং অ্যাপটিটিউড টেস্ট (পার্ট টু) হবে কম্পিউটারে। আর ড্রয়িং টেস্টের (পার্ট থ্রি) পরীক্ষা হবে অফলাইনে।
৩) 2B পেপার (B.Planning): তিনটি বিষয় আছে – অঙ্ক (পার্ট ওয়ান), অ্যাপটিউড টেস্ট (পার্ট টু) এবং ড্রয়িং টেস্ট (পার্ট থ্রি)। সবমিলিয়ে ১০০ নম্বর আছে। অঙ্কের অঙ্কের ‘সেকশন এ’-তে ২০ নম্বর এবং ‘সেকশন বি’-তে পাঁচ নম্বর রয়েছে। অ্যাপটিটিউড টেস্টে (পার্ট টু) ৫০ নম্বর এবং ড্রয়িং টেস্টে (পার্ট থ্রি) ২৫ নম্বর আছে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে। দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।
(Feed Source: hindustantimes.com)