এই প্রথম নয়, এর আগেও কনসার্টের মাঝে ভক্তদের হাতে হেনস্থা হতে হয়েছে গায়ক-গায়িকাদের। কিছুদিন আগে তো ভরা মঞ্চে লেজার লাইট এসে পড়ে নিক জোনাসের বুকে। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী ভয় পেয়ে নেমে যান স্টেজ থেকে। তবে সোনু নিগম কিন্তু সেরকমটা করলেন না মোটেই। এক ভক্ত রীতিমতো তাড়া করে আসে গায়কের দিকে। তবে তাঁকে পাশ কাটিয়ে লাফ মেরে সরে যান সোনু। আর মজার ব্যাপার হল, তাতে গান তো থামানই নি। সঙ্গে তাল, ছন্দেও কোনো ভাঁটা পড়েনি।
কী হয়েছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সোনুকে ২০০৮ সালে আদিত্য চোপড়ার রোমান্টিক কমেডি ‘রব নে বানা দি জোড়ি’র ফির মিলেঙ্গে চলতে চলতে চলতে গাইতে দেখা যায়। এরপরে এক ব্যক্তি মঞ্চে উঠে পড়ে। আর দেখা যায়, বেশ ভয়ঙ্করভাবেই সে সোনুর দিকে এগিয়ে যায়। তবে দেখা যায়, গায়ক পাশ কাটিয়ে যেতেই নিরাপত্তারক্ষীরা সেই লোকটিকে ধরে নিয়ে যায় একপ্রকার চ্যাংদোলা করে। অবশ্য সোনু বা তাঁর টিমের পারফরমেন্সে একফোঁটা প্রভাব ফেলতে পারেনি এই ঘটনা।
ইন্টারনেট প্রতিক্রিয়া
সোনুর এই প্রতিভায় মুগ্ধ হয়েছিল ইন্টারনেট। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিয়োটিতে হিন্দিতে মন্তব্য করেছেন, ‘যাই ঘটুক না কেন, গান বন্ধ করা উচিত নয়।’ আরেকজন কমেন্ট সেকশনে লিখেছেন, ‘অরিজিৎ সিং ঠিকই বলেছেন- সোনু নিগম কখনই সুর ছাড়ে না’।
তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘এটি একেবারে আশ্চর্যজনক ছিল! সোনু কীভাবে লোকটিকে এড়িয়ে গেল এবং নিখুঁতভাবে গান চালিয়ে গেল ?’ চতুর্থজন মন্তব্য করন, ‘এই কারণেই কিংবদন্তি!’
অনেকেই মন্তব্য সেকশনে নিক জোনাসের কথাও টেনেছেন। সেদিন প্রাগে যেভাবে গায়ক-অভিনেতা নিক জোনাস মঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যান এবং তার নিরাপত্তারক্ষীদের সতর্ক করেন যখন একজন ভক্ত তার সহকর্মী জোনাস ব্রাদার্সের সঙ্গে পারফর্ম করার সময় তাঁর দিকে লেজার তাক করে। ওই ব্যবহারকারী দাবি করেন, একই ধরনের ঘটনায় সোনুর প্রতিক্রিয়া নিকের একদম বিপরীত।
তবে গায়িকের নিরাপত্তা নিয়ে চিন্তাও প্রকাশ করেছেন কেউ কেউ। ‘এরা কি করে স্টেজে উঠে আসে। আরও সতর্ক থাকা উচিত’, লেখেন একজন। দ্বিতীয়জন লেখেন, ‘ওই লোকটাকে মারধর করার কী দরকার ছিল। মঞ্চ থেকে নামিয়ে দিলেই হত। এটাও উচিত নয়। আবেগের বশে করে ফেলেছে হয়তো। বা বেশি নেশা করেছিল।’
(Feed Source: hindustantimes.com)